লোকালয় ডেস্কঃ নড়াইলে এক ইজিবাইক যাত্রীর ভুল করে ফেলে যাওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পায় ইজিবাইক চালক এবং লোভ লালসা কে দুরে রেখে সেই টাকা মালিককে খুঁজে ফেরৎ দিয়ে সততার পরিচয় দিয়েছেন মো স্বপন গাজী।
১৮ মে শুক্রবার পুলিশ সুপার জনাব মো জসিম উদ্দিন পি,পি,এম স্বপন গাজীকে পাওয়া টাকা ফেরৎ দেবার জন্য পুরস্কৃত করেন এ সময় উপস্হিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান এবং নড়াইল ইজিবাইক বহুমুখী সমবয় সমিতির সভাপতি মোঃ লায়েব হোসেন, সাধারস সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
পুরস্কার দেবার সময় নড়াইল জেলা পুলিশ সুপার বলেন, নড়াইলে অনেক গুনি মানুষের পাশাপাশি সৎ লোকের অবস্হান রয়েছে সেটি আবারো প্রমান করলো স্বপন গাজী, সে সততার আইকন।
Leave a Reply