সংবাদ শিরোনাম :
পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা

পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে মাটি কেটে জায়গা দখলের পায়তারা করছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ভয়ানক সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করা হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না মামলার বাদী জহিরুল ইসলাম চৌধুরী। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী মোর্তজা চৌধুরীর পুত্র।

জানা যায়, বাদী জহিরুল ইসলাম ৮৭৩/২৪ইং নং রেজিস্ট্রি দলিলমূলে ১৪৫০ শতক ও ১৩৮২/২২নং রেজিস্ট্রি দলিলমূলে ২৮৯৯ এবং ৩৯৮০/২০২২ইং রেজিস্ট্রি দলিল মূলে ১৪৫০ শতক ভূমির মালিক। তিনি ২৮৯৯ শতক ভূমিতে আরএস রেকর্ডীয় মালিক হাজী মুছুদ্দার চৌধুরীর ওয়ারিশান হিসেবে এজমালিতে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। কিন্তু ওই জায়গার উপর নজর পড়ে একই গ্রামের মৃত আক্কেল আলীর পুত্র আব্দুর রহমান, মৃত ফুরকান শাহর পুত্র আশরাফ উদ্দিনের। তারা ওই জায়গা জোরে বলে দখলে নিতে মাটি কাটা শুরু করে। এতে বাধাঁ দিলেও তারা কর্ণপাত করছে না। এমনকি তাকে হুমকি ধামকিও প্রদর্শন করছে।

স্থানীয়ভাবে কোনো প্রতিকার না পাওয়ায় নিরূপায় হয়ে তিনি আদালতে মামলা করেন। যার নং-১৪৩/২৪ইং। উক্ত মামলায় আদালত ওই নালিশা ভূমির ওপর ১৪৪ ধারা জারি করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা দিয়ে এলেও এ আদেশ অমান্য করে আসামীরা মাটি কেটে উক্ত জমি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
এ বিষয়ে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ূন ও এএসআই তৈয়বুর রহমান পাশা ঘটনাস্থলে গিয়ে নিষেধাজ্ঞা দিয়ে এলেও মানছেনা প্রতিপক্ষের লোকজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com