এম ওসমান, বেনাপোল প্রতিনিধি : যশোর থানা পুলিশের এসআই আবুল হাসান গোপন সংবাদে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
বুধবার ভোর রাতে যশোর শার্শা থানার সোনাতনকাঠী মিস্ত্রী পাড়া থেকে তাকে আটক করে।
আটক রফিকুল ইসলাম কায়বা রাড়িপুকুর গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে।
শার্শা থানা পুলিশের এসআই আবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোনাতনকাঠি গ্রামে অস্ত্র বেচাকেনা চলছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করি। তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটক রফিকুল ইসলাম এর নামে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং বুধবার দুপুরে যশোর কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply