ক্রাইম ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্তে পাচারকারীর ছুড়ে ফেলা প্যাকেটে ৩৪টি সোনার বার পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে বেনাপোলের কাঁচাবাজার এলাকায় ওই প্যাকেটটি জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি বলছে, জব্দ হওয়া এসব সোনার ওজন ৩ কেজি ৯৬০ গ্রাম।
বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট হাতে এক ব্যক্তি হেঁটে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাঁচাবাজার এলাকায় পৌঁছার পর তাঁকে ধাওয়া করা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি প্যাকেটটি ছুড়ে ফেলে পালিয়ে যান। পরে প্যাকেটটিতে ৩৪টি সোনার বার পাওয়া যায়।
বিজিবি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল ওয়াহাব বলেন, ‘জব্দ হওয়া এসব সোনার বারের ওজন ৩ কেজি ৯৬০ গ্রাম। দৌড়ে পালিয়ে যাওয়ায় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। সোনার বারগুলো বেনাপোল থানায় জমা দেওয়া হয়েছে।’
Leave a Reply