সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নড়াইলে এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত নিয়ে তালবাহানা ও সমঝোতার অভিযোগ

নড়াইলে এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত নিয়ে তালবাহানা ও সমঝোতার অভিযোগ

নড়াইলে এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত নিয়ে তালবাহানা ও সমঝোতার অভিযোগ
নড়াইলে এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত নিয়ে তালবাহানা ও সমঝোতার অভিযোগ

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার এসিল্যান্ড আরাফাতের বিরুদ্ধে তদন্ত নিয়ে তালবাহানা ,প্রতিপক্ষের সহিত সমঝোতা ও অভিযোগ কারীদের সাথে র্দুব্যবহারের অভিযোগ উঠেছে এবং জেলা প্রশাসকের ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন ।
গতকাল লোহগড়া উপজেলার লক্ষিপাশার এলাকাবাসি নড়াইল জেলা প্রশাসকের নিকট এসিল্যান্ড আরাফাতের বিরুদ্ধে  একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
লিখিত অভিযোগ থেকে পাওয়া যায়, গত ১০/০৪/১৮ তারিখে ৯০ নং লক্ষীপাশা মৌজার খতিয়ান নং-৮৯২,দাগ নং-৪৩৫ এর ২১ শতক “ক ” তফশিলভুক্ত জমির লিজ বাতিল ও পুনরায় নবায়ন না করা প্রসঙ্গে একটি আবেদন পত্র জেলা প্রশাসকের নিকট জমা দেয় । আবেদন পত্রে উল্লেখ ছিল জৈনক হাসিনা মমতাজ স্বামীঃ শহিদুল ইসলাম নামের মহিলা ভুল তথ্য দিয়ে সরকারী “ক ” তফশিলভুক্ত ২১ শতক জমি লিজ নেয় । কিন্তু ঐ মহিলার লোহাগড়া পৌরসভার ভিতরে একটি দোতলা  পাকা ইমারত ও আধাপাকা দেয়াল টিনির চালাসহ ১টি মোট দুইটি বাড়ি ও ৯০ নং লক্ষীপাশা মৌজায় নিজেদের নামে নাম পত্তনকৃত হোল্ডিং নং-১৫৪১ খতিয়ান নং ১৬৩৮,দাগ নং-৫৪ তে ৮ শতক জমি রয়েছে ।  বিধান মতে উক্ত মহিলা সরকারী জমি বসবাসের জন্য লিজ বাতিল যোগ্য ।  বিষয়টি জানার পর জেলা প্রশাসক লোহাগড়ার এসিল্যান্ডকে তদন্ত করে সঠিক প্রতিবেদন দোবার জন্য নোটিশ করে । বর্তমানে ঐ আবেদনটি এসিল্যান্ডের নিকট আছে । কিন্তু এ তদন্তের নামে তিনি তালবাহানা করছেন বরং হাসিনা মমতাজের সহিত সমঝোতা করে অভিযোগ কারিদের সাথে র্দুব্যবহার করেও যাচ্ছেন  ।  বর্তমানে এলাকাবাসি এসিল্যান্ড আরাফাতকে বাদ দিয়ে অন্য কোন কর্মকর্তার কাছে তদন্তভার দেবার দাবী করেছেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com