সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে করে পুলিশের অন্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা।

মোটরসাইকেলে করে পুলিশের অন্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা।

মোটরসাইকেলে করে পুলিশের অন্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

লোকালয় ডেস্কঃ  পুলিশ সদস্যদের সরকারি বা ব্যক্তিগত মোটরসাইকেলে এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি পুলিশ সদস্যরা প্রায়ই সরকারি বা ব্যক্তিগত কাজে মহাসড়ক ব্যবহার করে মোটরসাইকেলে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন। এতে করে অনেক ক্ষেত্রে তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত বা নিহত হচ্ছেন। এই অবস্থায় সরকারি কাজে বা ছুটিতে কিংবা ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে এক জেলা থেকে অন্য জেলায় না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

চিঠিতে আরো বলা হয়, এই নির্দেশ অমান্য করলে মারাত্মক আইনশৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে গণ্য করবে পুলিশ প্রশাসন। এক্ষেত্রে পুলিশ সদস্যদের গণপরিবহন ব্যবহারের অনুরোধ করা হয়। ইউনিট প্রধানরা এই বিষয়টি নিশ্চিত করবেন বলে নির্দেশনায় জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com