লোকালয় ডেস্কঃ খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে ওয়ার্ডবয় নজরুলকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি নমুনা পরীক্ষায় ওই গৃহবধূ করোনা পজিটিভ হন। এরপর ৬ জুন তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। শুরু থেকেই তাকে উত্ত্যক্ত করে আসছিলেন ওয়ার্ডবয় নজরুল ইসলাম। বিভিন্ন অজুহাতে তার কাছে আসার চেষ্টা করতেন।
সর্বশেষ ১৩ জুন রাত দুইটার দিকে নজরুল প্রয়োজনের কথা বলে ওই গৃহবধূকে কিছুটা নির্জন স্থানে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন।
কোনোমতে নিজেকে রক্ষা করে গৃহবধূ ঘটনাস্থল ত্যাগ করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালের দায়িত্বরত নার্সদের বিষয়টি জানান। এ ঘটনায় নজরুল নামের ওই ওয়ার্ড বয়কে সোমবার চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply