সংবাদ শিরোনাম :
৫ কিমি লম্বা জাতীয় পতাকা বানিয়ে তাক লাগাল গুজরাট

৫ কিমি লম্বা জাতীয় পতাকা বানিয়ে তাক লাগাল গুজরাট

সুরাট: ৭২ তম স্বাধীনতা দিবসে ১১০০ ফুট অর্থাৎ প্রায় ৫ কিমি লম্বা জাতীয় পতাকা বানিয়ে দেশকে তাক লাগিয়ে দিল গুজরাট৷ ৯ ফুট চওড়া এই পতাকা বিছিয়ে ধরা হল গোটা রাস্তা জুড়ে৷

হাজারেরও বেশি মানুষ সামিল হলেন সেই পতাকা ধরার উৎসবে৷ ৫ কিমি দীর্ঘ শান ই তিরঙ্গা চোখ ধাঁধিয়ে দিল ৭২-এর স্বাধীনতার উদযাপনের৷ এই পতাকা বানানোর উদ্যোগ নিয়ে ছিল আগরওয়াল বিকাশ ট্রাস্ট৷

যে কোনও ধর্ম বা জাতপাতের বিভেদের চেয়ে দেশপ্রেম যে অনেক ওপরে, সেই বার্তা দিতেই এতবড় জাতীয় পতাকা তৈরি করা হয়৷ বিভিন্ন ধর্মের মানুষ এই পতাকা বইলেন৷ এক অনন্য সম্প্রীতির নজির গড়ল সুরাট৷

এখনও পর্যন্ত পতাকা নিয়ে মিছিলের মধ্যে এই তিরঙ্গা যাত্রা-ই সবচেয়ে বড় বলে রেকর্ড তৈরি হয়েছে৷ এই পতাকাটি ৫০০০ মিটার লম্বা কাপড় দিয়ে তৈরি হয়েছে৷ প্রায় ১২ দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল এই পতাকা৷

প্রায় ২০০ জন মিলে ৫ কিমি লম্বা এই পতাকা বানান৷ যে রং দিয়ে এই পতাকা রাঙানো হয়েছে, তা জার্মানি থেকে নিয়ে আসা হয়৷ সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে ট্রাস্টের মহিলা সদস্যা দীপা কেদিয়া বলেন, প্রায় তিন মাস ধরে এই মিছিলের আয়োজন করা হয়েছে৷

ট্রাস্টের যুব শাখা এই কাজে তাঁদের যথেষ্ট সাহায্য করেছে বলেও এদিন জানান তিনি৷ এছাড়াও প্রায় ১৫০টি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাহায্য করেছে জানিয়েছেন দীপা৷ এদিকে বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয় আটারি – ওয়াঘা সীমান্ত

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com