সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের ১০ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও থানায় মামলা

হবিগঞ্জের ১০ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও থানায় মামলা

হবিগঞ্জের ১০ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও থানায় মামলা
হবিগঞ্জের ১০ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও থানায় মামলা

রফিকুল হাসান চৌধুরী তুহিনঃ কতর্ব্য পালনে বছরের পর বছর অনুপস্থিত থাকায় হবিগঞ্জের বৈরাগী পুঞ্জি ও চুনারুঘাটের কালেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক সহ ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্থানীয় সহ শিক্ষা অধিদপ্তর। অভিযুক্ত শিক্ষকরা হলেন, বৈরাগী পুঞ্জির প্রধান শিক্ষক আমিনা খাতুন ঝুনু (মহাপরিচালকের নিকট বিভাগীয় মামলার সুপারিশ করা সহ) একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সীমা রানী দেবনাথ, মোঃ আজাদ হাসান চৌধুরী, হেনা আক্তার এবং কালেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ওয়াজেদুর রহমানের (একই পরিচালকের নিকট বিভাগীয় মামলা করার সুপারিশ করা) সহ সংশ্লিস্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম, অজিফা খাতুন ও আমান উল্লা।। এদিকে সংশ্লিস্ট অভিযুক্ত শিক্ষকগণ কেন স্কুলে নিয়মিত যান না উপযুক্ত কারণ দর্শাতে তাদেরকে বলা হয়েছে। তার আগ পর্যন্ত এসব শিক্ষকের বেতন ও সরকারী সকল সুযোগÑসুবিধা বন্ধের সুপারিশ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। আরও কয়েকটি বিদ্যালয়ের উদাসীন শিক্ষকদের বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেয়া হচ্ছে। জানা যায়, স্কুলে না গিয়েও সুবিধা নিচ্ছেন এসব শিক্ষক শিক্ষিকা। তারা সংশ্লিস্ট বিদ্যালয়ে বছরের পর বছর অনুপস্থিত, অথচ তারা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। প্রভাবশালীদের ছত্রছায়া তাদের ওপর থাকায় কর্তৃপক্ষও নীরব ভূমিকা পালন করতে বাধ্য হয়েছেন। ফলে শিক্ষার্থীরাও শ্রেনী পাঠদান থেকে বি ত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৈরাগী পুঞ্জির চার শিক্ষকের মধ্যে তিনজনই নারী শিক্ষক। এই ৩ জনই প্রায় সময় অনুপস্থিত থাকেন। এছাড়া একজন পুরুষ শিক্ষক ডেপুটেশনে গরমছড়ি স্কুলে ছিলেন । তিনি সদ্য যোগদান করেন বৈরাগী পুঞ্জিতে। নারী শিক্ষকরা মাঝে মধ্যে স্কুলে না গিয়ে খাতায় হাজিরা দিয়ে আসেন। ফলে স্কুলে শিক্ষার্থীরাও কমে গেছে। যে ক’জন রয়েছে স্থানীয় মৌলভীকে দিয়ে ক্লাস করানো হচ্ছে। মিডিয়াকর্মীগণ স্কুল গিয়ে দেখেন, দুপুর ১টার আগেই শ্রেণি কক্ষগুলোতে ঝুলছে তালা। স্কুলে নারী শিক্ষকরা না থাকলেও মিলেছে আদ্যক্ষরের ‘আ’নামধারী এক পুরুষ শিক্ষকের। তার সাথে আলাপকালে জানা গেছে, তিনি ২০০৬ সালে প্রথম যোগদান করেন যোগদানের পর হতে বেশদিন যাবত সুনামের সহিত শিক্ষকতা করেছেন। কিন্তু প্রধান শিক্ষিকার স্কুল ফাঁকি ও বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। বিষয়টি তৎকালিন শিক্ষা অফিসার হাসান জুনাঈদ জানতে পেড়ে বিরোধ সমাধানের লক্ষ্যে আাজাদ হাসানকে বদলি করেন। পরবর্তীতে আজাদ হাসান গরমছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেণ। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চলতি বছরের ৯ জানুয়ারী ডেপুটেশন বাতিল করে বৈরাগী পুঞ্জি স্কুলে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন আজাদ হাসানকে। এদিকে তাদের স্কুল ফাঁকির বিষয়টি বিগত ২১ জানুয়ারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানাসহ তাদের প্রতিনিধি দল স্কুলে গিয়ে তালাবদ্ব দেখতে পান। এর পর থেকে অভিযুক্ত শিক্ষকরা তাদের অপকর্ম ডাকতে সংশ্লিস্ট কার্যালয়ের শিক্ষা অফিসার সহ বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেন। জানা যায়, স্কুল ম্যানেজিং কমিটির ‘ছ’নামধারী আদ্যক্ষরের এক পদবীধারী সদস্যের যোগসাজশে স্থানীয় ‘র’ নামে মৌলভীকে মাসোয়ারা দিয়ে স্কুল পাঠদান করানো হয়। এতে করে স্কুলে নিয়মিত না গেলেও চলে, সব কিছু ম্যানেজ করেন ওই ম্যানেজিং কমিটির সদস্য ও প্রধান শিক্ষিকা ঝুনু। তাদের মনগড়া নিয়মে নাকি দীর্ঘদিন যাবত চলছে স্কুলের কার্যক্রম। এতে করে স্কুল ধংস হওয়ার পথে। সংশ্লিস্ট স্কুলের সাথে জড়িত এক শিক্ষক জানান, ম্যানেজিং কমিটির আদ্যক্ষরের ‘ছ’ নামধারী উক্ত সদস্য তাকে বলেন, স্কুলে তেমন শিক্ষার্থীর নেই. আসার কি দরকার মাসে কিছু দিয়ে দিও মৌলভীকে দিয়ে চালিয়ে নিব, তোমরা না আসলেও হবে, আমি স্কুলের কমিটির পদে অধিস্থিত কোন সমস্যা নেই, আমি শিক্ষা অফিসার সাংবাদিক সব ম্যানেজ করবো। তাহার অবৈধ অফার আদ্যক্ষরের ‘আ’ নামধারী উক্ত শিক্ষক মানতে নারাজ। এ নিয়ে বিপাকে পড়েন প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকা সীমা নাথ কারণ তারা নিয়মিত স্কুলে আসতে হবে ‘আ’ এর জন্য। এঘটনায় এক অপরকে দোষাদোষী করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। এনিয়ে ‘আ’ মাষ্টার ম্যানেজিং কমিটির ওই পদবী সদস্য ও সহকারী শিক্ষিকা সীমা নাথ, ও কথিত শিক্ষক ‘র’কে আসামী করে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে কমিটির পদবীধারী মোঃ ‘ছ’ মিয়ার সাথে মোবাইলে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘র’কে শিক্ষকদের সহযোগীতার জন্য রেখেছেন, তিনি তাহার বেতন দেন, তাদের কাছ থেকে কোন টাকা নেন না। এছাড়া তাদের মধ্যে বিরোধ নিয়ে তিনি সমাধান করার চেষ্টায় রয়েছেন, কিন্তু ‘আ’ মাষ্টার নাকি খুবই খারাপ। তার কমান্ড সে মানে না বলেও জানান। তবে তার বিরুদ্ধে সবকটি অভিযোগ এড়িয়ে যান। এবিষয়ে অভিযুক্ত ‘র’ আদ্যক্ষরের শিক্ষক বলেন, আমি শিক্ষকদের সহযোগীতা করি সব দায়িত্ব সে পালন করছি ম্যানেজিং কমিটির নির্দেশে। প্রধান শিক্ষিকা আমিনা খাতুনের ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, তবে শিক্ষা অফিস জানায়, সে স্কাউটের জন্য ছুটিতে ছিল। মিডিয়াকর্মীদের নিকট সহকারী শিক্ষিকা সীমা নাথের বক্তব্য, তিনি স্কুলে নিয়মিত আসেন। তিনি এও বলেন, স্কুলে তেমন ছাত্র নেই, আমাদেরকে সহযোগীতা করেন হুজর, আমার নিরাপত্তার জন্য কিছু সময় স্কুলে ছিলাম না, ম্যানেজিং কমিটির এক সদস্যের বাসায় ছিলাম, তখন হয়তো আপনারা ছিলেন স্কুলে। এ বিষয়ে মিডিয়াকর্মীকে হেনা ম্যাডাম বলেন, এ দুর্গম পাহাড়ি এলাকায় যেতে আমার ভয় করে কারণ আমাদের সহকর্মীদের মধ্যে দ্বন্ধ কখন জানি অজানা দুর্ঘটনা ঘটে যায়, আমি দীর্ঘদিন ধরে অসুস্থও, তাই আমি স্যারকে বলি বড় আব্দা স্কুলে অছি। সুস্থ হলে বৈরাগী পুঞ্জিতে যোগদান করবো। এবিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে। কাউকে বিন্দুমাত্র ছাড়া দেবার সুযোগ নেই তাদের বিরুদ্ধে একাদিক অভিযোগ পেয়েছি গত ২১ জানুয়ারি তাদের অনুপস্থিতির সত্যতা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। মামলা চলমান। দপ্তর থেকে তাদের তালিকা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা বলেন, আমরা নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখছি ইতিমধ্যে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আজাদ ও সীমার উভয়ের অভিযোগ রয়েছে তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তাদের শিক্ষা দপ্তরকে সমন্বয় করে তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে। এদিকে চুনারুঘাটের উক্ত দুই স্কুলের অভিযুক্ত শিক্ষরাও একই মানসিকতায় ক্লাসে প্রতিনিয়ত অনুপস্থিত থাকেন। সম্প্রতি জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ আকস্মিক স্কুলগুলো পরিদর্শনে গেলে ওই রকম চিত্র ধরা পড়ে। ফলে তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নিতে সংশ্লিস্টদের নির্দেশ দেন। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জনকন্ঠকে বলেছেন, শিক্ষক পাঠদানে জড়িত শিক্ষকগণ দায়িত্ব পালনে এমন উদাসীনতার প্রমান দিলে মানসম্মত শিক্ষা ও সুষ্ঠু পরিবেশের জন্য কাউকে ছাড় দেয়া হবে না। আরও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের রিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com