সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে বসতঘরে পেট্রোল ঢেলে আগুন, ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

হবিগঞ্জের চুনারুঘাটে বসতঘরে পেট্রোল ঢেলে আগুন, ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

হবিগঞ্জের চুনারুঘাটে বসতঘরে পেট্রোল ঢেলে আগুন, ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
হবিগঞ্জের চুনারুঘাটে বসতঘরে পেট্রোল ঢেলে আগুন, ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের দেওরগাছ গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র এলাকার নিরীহ দিন মজুরী সিএনজি চালক আব্দুল মন্নান খোকনের মাটির টিনের বসতঘরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে তার আসবাবপত্র পুড়ে দিয়েছে দূর্বৃত্তরা। গত ৪ মে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে আঃ মন্নান খোকনের বসতঘরে এ ঘটনাটি ঘটে। খোকনের পরিবারের লোকজনের শোর চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভাতে না পেরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয়রা চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামানকে বিষয়টি জানালে চুনারুঘাট থানার এস.আই সুমনুর রহমানসহ একদল পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌছে পরিদর্শন করে। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় ২ ঘন্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে আব্দুল মন্নানের বসতঘরে থাকা একটি এলজি ফ্রিজ, সেলাই মেশিন, ওয়ালটন কালার টিভি, নোভা টিভি, স্টিলের আলমারী, ল্যাপটপ কম্পিউটার, সেমি বক্স ও ফুল বক্স খাট, সোফা সেট, আলমারী ওয়ারড্রপ, সুকেচ, গ্যাসের সিলিন্ডার, ৭টি সিলিং ফ্যান সহ ঘরে থাকা মূল্যবান কাপড়-চোপড় পুড়ে গিয়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আঃ মন্নান খোকন পেশায় একজন সিএনজি চালক। তার পরিবারের মাঝে তার পিতা, মাতা ও ভাই-বোন বলতে কেহই নেই। শুধু তার এক স্ত্রী ও ১ ছেলেকে নিয়ে দেওরগাছ গ্রামে বসবাস করে আসছিলেন। কে বা কাহারা পূর্ব বিরোধকে কেন্দ্র করে আঃ মন্নানের ঘরে আগুন লাগিয়েছে। এ ঘটনার পরদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার রজব আলী সহ এলাকার মুরুব্বিগণ আঃ মন্নান খোকনের পুড়ে যাওয়া বসতঘরটি দেখে তাকে সান্তনা প্রদান করেন। বর্তমানে আঃ মন্নান খোকন তাহার বাড়ির পার্শ্ববতী ঘরে স্ত্রী-পুত্র নিয়ে আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় হয়নি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com