সংবাদ শিরোনাম :
সৎ সাহস থাকলে ২৪ ঘণ্টার মধ্যে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন: ইলিয়াস কাঞ্চন

সৎ সাহস থাকলে ২৪ ঘণ্টার মধ্যে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন: ইলিয়াস কাঞ্চন

সৎ সাহস থাকলে ২৪ ঘণ্টার মধ্যে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন: ইলিয়াস কাঞ্চন
সৎ সাহস থাকলে ২৪ ঘণ্টার মধ্যে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন: ইলিয়াস কাঞ্চন

ঢাকা- সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানকে ২৪ ঘণ্টার মধ্যে তার অভিযোগের স্বপক্ষে প্রমাণ হাজির করতে বলেছেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অন্যথায় আইনী পদক্ষেপ নেয়া হবে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টক শো হবে। পুরো জাতি দেখবে।’

সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে, ইলিয়াস কাঞ্চনকে দুর্নীতিবাজ ও টকশ’বাজ বলে অভিহিত করেন শাহজাহান খান। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলেনে এই বক্তব্যের কড়া সমালোচনা করে ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে আমাকে ও নিরাপদ সড়ক চাইসহ আমার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট কিছু প্রসঙ্গে টেনে চরিত্র হননের অপচেষ্টা চালিয়েছেন। তার (শাজাহান খান) এমন মিথ্যাচার শুধুমাত্র নিজের দুর্বলতা ঢাকার জন্যই বলেছেন। জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি এসব মানহানিকর কথা বলেছেন। সেই সাথে সড়ক পরিবহন আইন ২০১৮-কে বাধাগ্রস্ত করতেই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে অবান্তর প্রশ্নের অবতারণা করেছেন।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিসচার পক্ষ থেকে ইতিপূর্বে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ হাজির করতে বলা হয়েছিল। না পারলে ক্ষমা চাইতে বলা হয়েছিল।’

শাজাহান খান ওই সময় দেশের বাইরে ছিলেন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি (শাজাহান খান) তথ্যপ্রমাণ হাজির করেননি, এমনকি ক্ষমাও চাননি।

সাংবাদিক সম্মেলন থেকে ব্যক্তিগতভাবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ থাকলে হাজির করতে কিংবা না পারলে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com