সংবাদ শিরোনাম :
সেলফি তুলতে গিয়ে ভালুকের হামলায় গেল প্রাণ

সেলফি তুলতে গিয়ে ভালুকের হামলায় গেল প্রাণ

সেলফি তুলতে গিয়ে ভালুকের হামলায় গেল প্রাণ
সেলফি তুলতে গিয়ে ভালুকের হামলায় গেল প্রাণ

লোকালয় ডেস্কঃ ভারতের উড়িষ্যা রাজ্যে গত বছর আলাদা ঘটনায় হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গিয়েছিল দুজনের। এবার একই ধরনের ঘটনা ঘটল রাজ্যটির একটি বনে। সেখানে ভালুকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ নিয়ে ফিরতে পারলেন না প্রভু ভাতারা নামের এক ব্যক্তি।

২ মে, বুধবার এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়, বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে কিছু মানুষ নিয়ে গাড়িতে করে ফিরছিলেন প্রভু ভাতারা। পথিমধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে বনে থেমে যান তিনি।

ওই বনে আহত একটি ভালুককে দেখতে পান প্রভু ভাতারা। তিনি সেলফি তুলতে ওই ভালুকের কাছে যান। কিন্তু আহত ভালুকটি ‘ভুল বুঝে’ প্রভুর ওপর হামলা করে।

ধনুর্জয় মহাপাত্র নামের এক ফরেস্ট রেঞ্জার (বনরক্ষী) হিন্দুস্তান টাইমসকে জানান, ভালুকের হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাতারার।

ভালুকের হামলার বীভৎস দৃশ্যটি ধারণ করেন এক প্রত্যক্ষদর্শী। ওই ভিডিওতে আরেক প্রত্যক্ষদর্শীর চিৎকার শোনা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাতারাকে বাঁচাতে একটি নেড়ি কুকুর ভালুকটিকে আক্রমণ করেছিল। তারপরও রক্ষা হয়নি তার।

গত বছরের ডিসেম্বরে এক বুনো হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। হাতিটির পায়ের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। ওই মাসেই একইভাবে হাতির সাথে সেলফি তুলতে গিয়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক তরুণের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com