সংবাদ শিরোনাম :
সেতুমন্ত্রীর আগমন ঘিরে শরীয়তপুরে আ.লীগের সংঘর্ষ

সেতুমন্ত্রীর আগমন ঘিরে শরীয়তপুরে আ.লীগের সংঘর্ষ

সেতুমন্ত্রীর আগমন ঘিরে শরীয়তপুরে আ.লীগের সংঘর্ষ
সেতুমন্ত্রীর আগমন ঘিরে শরীয়তপুরে আ.লীগের সংঘর্ষ

বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সফরের আগে শরীয়তপুরে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

জাজিরার টিএন্ডটি মোড় দখল নিয়ে সোমবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন খান নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ কর্মী বাবুল আকন ও জাজিরা থানা পুলিশ জানায়, সন্ধ্যায় মন্ত্রী ওবায়দুল কাদের শরীয়তপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হওয়ার কর্মসূচি ছিল।

জাজিরা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোবারক আলী সিকদারের সমর্থক ও সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের সমর্থকরা জাজিরা টিএন্ডটি মোড়ে মন্ত্রীকে স্বাগত জানাতে টিএন্ডটি মোড় দখল করা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় গ্রুপের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে লাঠিসোটা ইটপাটকেল ও দেশিয় অস্ত্র নিয়ে শত শত নেতাকর্মী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় টিএন্ডটি মোড় রণক্ষেত্রে পরিণত হয়। এ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন, মন্ত্রীকে স্বাগত জানাতে তারা জাজিরা টিএন্ডটি মোড়ে নেতাকর্মীদের নিয়ে জড়ো হয়েছিলেন। এ সময় প্রতিপক্ষ এমপি সমর্থক ১৫/২০ জন তাদের ব্যানার ছিনিয়ে নিতে চাইলে ধাক্কধাক্কি হয়।

এতে তাদের ২/৩ জন নেতাকর্মী আহত হন বলে তার ভাষ্য।

জাজিরা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার বলেন, মন্ত্রীকে স্বাগত জানাতে টিএন্ডটি মোড়ে জড়ো হন তারা। এ সময় মোবারক আলী সিকদারের নেতৃত্বে তার সমর্থকরা এসে বিশৃংখলা সৃষ্টি করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার বলেন, সন্ধ্যায় শরীয়তপুর সার্কিট হাউস মিলনায়তে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ওবায়দুল কাদেরের মতবিনিময় সভা করার কথা থাকলেও অনিবার্য কারণে তা বাতিল করা হয়েছে।

জাজিরা থানার ওসি মো. এনামূল হক বলেন, জাজিরা আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে একজন নারী পুলিশসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা কর্মী আহত হন। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com