ফরিদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডের সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল বার বেলা ১ টায় শহরের হাছননগরস্থ ইপিআই ভবন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আশুতোষ দাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩৫টি দুর্গম ইউনিয়নে ২০ জানুায়রি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।
এছাড়া জেলার ৮৮ টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় ২ হাজার ২১৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬৩৮জন স্বাস্থ্যসহকারী ও এফ ডব্লিউ এ, সহ ৪ হাজার ৫৯২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৪৩১, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৫ হাজার ৯৬৯, ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪৮ জন প্রতিবন্দী, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৯৩৬জন প্রতিবন্দী শিশু সহ মোট ৩ লাখ ২৫ হাজার ৮৪৬ জন শিশুকে ১৯ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া ৩৬ টি ভ্রাম্যমান টিকাদান কেন্দ্রের মাধ্যমে ভাসমান শিশুদের টিকা খাওয়নো হবে। ক্যাম্পেইন সুপার ভিশন করবে ২৫২ জন সুপার ভাইজার কর্মকর্তা।
Leave a Reply