সংবাদ শিরোনাম :
সিলেটে অ্যাম্বুলেন্স ব্যতীত সব যান চলাচলে নিষেধাজ্ঞা

সিলেটে অ্যাম্বুলেন্স ব্যতীত সব যান চলাচলে নিষেধাজ্ঞা

lokaloy24.com

লোকালয় ডেস্ক: করোনা ভাইরাসে পুরো দুনিয়া আক্রান্ত। বিশ্বের পরাশক্তি দেশগুলোতেও মৃত্যুঘণ্টা বাজাচ্ছে মহামারি রূপে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলেও এর প্রভাব পড়তে শুরু করেছে। প্রাণঘাতী করোনা থেকে মানুষের সুরক্ষায় ঘরে থাকার তাগিদে সব চেষ্টা করে যাচ্ছে সরকার। এরপরও জনসমাগম বন্ধ করা যাচ্ছে না।

মানুষের চলাচল বন্ধ করতে সেনা মোতায়েন করা হয়। এরইমধ্যে জেলা প্রশাসন থেকে ৫টার পর কেবল ওষুধের দোকান ছাড়া অন্যসব দোকানপাট, প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নিয়মের তোয়াক্কা করছেন না কেউই। ফলে সিলেট জেলা প্রশাসনের ২১টি ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমে ৯৪টি মামলার বিপরীতে এক লাখ ৭২০০ টাকা জরিমানা করেন। তারপরও জনসমাগম বন্ধ করা যাচ্ছে না। অবশেষে আরো কঠোর পদক্ষেপ নিতে হলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বুধবার (৮ এপ্রিল) দিনগত রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুধু অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। এই নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষায় পরিবহন শ্রমিক নেতারা যাত্রীবাহী বাস-মিনিবাস, মিউম্যান হলার, সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু সিএনজি অটোরিকশা ও হিউম্যান হলাররা এ পর্যন্ত যাত্রী নিয়ে যাতায়াত করায় মানুষের চলাচল বন্ধ করা কষ্টসাধ্য হয়ে পড়ছে। প্রশাসনও যেনো পেরে ওঠে পারছে না। ফলে পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হলো এবার।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএইচএম মাহফুজুর রহমান বলেন, করোনা প্রতিরোধে সরকারের বিভিন্ন নিয়ম ভাঙ্গার দায়ে লোকজনকে জরিমানা করা হচ্ছে। মঙ্গলবার সিলেট নগরে সাতটি টিম ও উপজেলায় ১৪টিসহ ২১টি টিম অভিযান চালাচ্ছে। এসব টিম ৯৪টি মামলার বিপরীতে এক লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা করে। এরপরও মানুষের চলাচল বন্ধ করা যাচ্ছে না। বুধবার থেকে টিমগুলো মাঠে কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com