সংবাদ শিরোনাম :
সিকৃবি ছাত্রহত্যা: বিচার দাবিতে মানববন্ধন

সিকৃবি ছাত্রহত্যা: বিচার দাবিতে মানববন্ধন

সিকৃবি ছাত্রহত্যা: বিচার দাবিতে মানববন্ধন
সিকৃবি ছাত্রহত্যা: বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওয়াসিম আফনানকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ মানববন্ধন করেন।

মানববন্ধন চলাকালে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনান হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে। ঘাতক ‘উদার’ পরিবহন বাসের রুট পারমিট বাতিল, লাইসেন্স বাতিলসহ, নিরাপদ সড়কের দাবিতে তারা কোন ফিটনেসবিহীন গাড়ী রাস্তায় চলাচল না করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনানকে উদার পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। বাসটির চালক জুনেল আহমদ হেল্পারকে নিয়ে পালিয়েছিলেন। তবে পরবর্তীতে ঘাতক বাসচালক ও হেলপারকে আটক করে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com