সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ ১ এপ্রিল

সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ ১ এপ্রিল

সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ ১ এপ্রিল
সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ ১ এপ্রিল

বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১ এপ্রিল সারা দেশে লিফলেট বিতরণ করা হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

২৮ মার্চ, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ তথ্য জানান।

বিএনপির এই মুখপাত্র জানান, ৩ এপ্রিল দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। একই দাবিতে ৪ এপ্রিল রাজশাহীতে, ৭ এপ্রিল বরিশালে ও ১০ এপ্রিল সিলেটে জনসভা করা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এক আলোচনা সভায় বলেছেন, এক-এগারোর সরকারের সময় তাকে গ্রেফতারের পেছনে কারা ছিল, সেই তথ্য জানা গেছে। তিনি বলেছেন, তাদের বিষয়ে হিসাব পরে নেওয়া হবে। হঠাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য রহস্যজনক ও কৌতূহল ‍উদ্দীপক। হঠাৎ করে তার এ বক্তব্যে মনে হচ্ছে কোথাও কিছু হচ্ছে। না হলে কেন এত বছর পর তাদের কথা আসবে?’

মাইনাস টু ফর্মূলা বাস্তবায়ন করার জন্য এক-এগারোর সরকার উঠে-পড়ে লেগেছিল বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনা সে সময় আঁতাত করে চিকিৎসার নামে কারাগার থেকে বিদেশে গিয়েছিলেন। আবার বিদেশ থেকে ফিরে বিমানবন্দরে বলেছিলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায় তাহলে এক-এগারোর সরকারের সব কাজের বৈধতা দিবে। তিনি তাদের সমর্থনে সরকার গঠন করে তাদের শুধু দায়মুক্তি দেননি, পুরস্কৃতও করেছেন। এখন এমন কী হলো, এত বছর পর তিনি উল্টো কথা বলতে শুরু করলেন। এখনও তো আপনি ক্ষমতায়, তাহলে পরে কেন? এখন তাদের বিচারের মুখোমুখি করছেন না কেন-এ প্রশ্ন বিএনপির ও সাধারণ মানুষের।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা পাওয়ার বিষয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘খালেদা জিয়াকে আগামী নির্বাচন থেকে মাইনাস করতে জাল নথি তৈরির মাধ্যমে অসত্য মামলায় প্রতিহিংসার বিচারে বন্দী করে রাখা হয়েছে। এমনকি তার জামিনে সরাসরি বিরোধিতা করছে সরকার। এখন মাইনাস টু নয়, মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়নে মরিয়া বর্তমান সরকার।’

আন্দোলনের মাধ্যমেই বর্তমান স্বৈরাচার সরকারের পতন ঘটবে বলে আশা করে রিজভী বলেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়াকে আটকে রেখে পাতানো প্রহসনের ষড়যন্ত্রের নির্বাচনকে প্রতিহত করেই দেশনেত্রীর নেতৃত্বে বিএনপি অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশ নেবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের প্রস্তুতি চলছে বলে জানান রিজভী। তিনি বলেন, ‘তবে আমরা এখনো সমাবেশের অনুমতি পাইনি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com