সংবাদ শিরোনাম :
শীর্ষেই রইলেন বাবর

শীর্ষেই রইলেন বাবর

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বাবর আজম। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের চূড়ায় আছেন পাকিস্তান অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনন্য পারফরম্যান্সের সুবাদে এ স্থান অক্ষত রেখেছেন তিনি।

গেল সোমবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের টপঅর্ডার লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত পারফরম করায় ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৮২৩।

র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। তার রেটিং পয়েন্ট ৮১০। চতুর্থ স্থান দখল করেছেন নিউজিল্যান্ডের হার্ডহিটার ব্যাটসম্যান কলিন মানরো। তার রেটিং পয়েন্ট ৭৮৫। আর পঞ্চম স্থান অধিকার করেছেন অজি বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তার রেটিং পয়েন্ট ৭৮২।

তথ্যসূত্র: আইসিসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com