সংবাদ শিরোনাম :
শহীদ মিনারে আমজাদ হোসেনকে শেষ শ্রদ্ধা আজ

শহীদ মিনারে আমজাদ হোসেনকে শেষ শ্রদ্ধা আজ

শহীদ মিনারে আমজাদ হোসেনকে শেষ শ্রদ্ধা আজ
শহীদ মিনারে আমজাদ হোসেনকে শেষ শ্রদ্ধা আজ

বিনোদন ডেস্ক: কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আজ শনিবার বেলা ১১টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে এটিএন বাংলা কার্যালয়ে। সেখান থেকে এফডিসিতে। সেখানে একটি জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আই কার্যালয়ে।

সেখানেও আরেকটি জানাজা হবে। আমজাদ হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী জামালপুরের পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

শুক্রবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। হাসপাতাল বাবদ ৬৫ লাখ টাকা খরচের কারণে মরদেহ দেশে আনা নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সব জটিলতা কাটিয়ে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হয়। সেখান থেকে মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় তার শ্যামলীর আদাবরের বাসভবনে। রাতে তার মরদেহ রাখা হয় রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com