সংবাদ শিরোনাম :
শহরের শায়েস্তানগরে পুলিশের উপর হামলা ও যানবাহন ভাংচুর

শহরের শায়েস্তানগরে পুলিশের উপর হামলা ও যানবাহন ভাংচুর

বিএনপি-যুবদল ও ছাত্রদলের ৩০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে হামলা ও ভাংচুরের অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সদর মডেল থানার এসআই কৃষ্ণ মোহন নাথ বাদী হয়ে গতকাল ১৬ জানুয়ারি এ মামলা দায়ের করেন।মামলায় জালাল আহমেদ, শারফিন চৌধুরী রিয়াজ, মিয়া মোহাম্মদ ইলিয়াছ, শাহ আলম, আজিজুর রহমান কাজল, ছাত্রদলের গোলাম মাহবুব, সাবেক কমিশনার মাহবুবুল আলম হেলাল, শফিকুর রহমান সফিক, ছাত্রদলের হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান অমিদ, সাজন চৌধুরী, মিজান মিয়াসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়।
মামলার বিবরনে জানা যায়, সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় গতকাল উল্লেখিতরাসহ বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা পৌর ভবনের সামনে সমবেত হন। এ সময় পুলিশ বাঁধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া করলে উল্লেখিতরা দেশীয় অস্ত্র, লাঠি, ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে শায়েস্তানগর কবরস্থান এলাকার প্রধান সড়কে সিএনজি, ম্যাক্সি, টমটম, রিকশাসহ বিভিন্ন যানবাহনে ব্যাপক ভাংচুর চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে শারফিন চৌধুরী রিয়াজ ও মিতুল নামের দুইজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আসামীরা যানবাহনে ভাংচুর করে দুই লক্ষ ৫৫ হাজার টাকা ক্ষতি সাধন করেছে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি জানান, মামলা হয়েছে। দুইজনকে ধৃত করা হয়েছে। অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com