সংবাদ শিরোনাম :
শঙ্কটাপন্ন কাদেরকে নেয়া হচ্ছে সিঙ্গাপুর

শঙ্কটাপন্ন কাদেরকে নেয়া হচ্ছে সিঙ্গাপুর

শঙ্কটাপন্ন কাদেরকে নেয়া হচ্ছে সিঙ্গাপুর
শঙ্কটাপন্ন কাদেরকে নেয়া হচ্ছে সিঙ্গাপুর

লোকালয় ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি শঙ্কামুক্ত নন। এনজিওগ্রামে ধরা পড়া ৩টি ব্লকের মধ্যে ১টিতে তাৎক্ষণিক ভাবে রিং পড়িয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নততর চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

এদিকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিয়েশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক বলেছেন, “এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে আমরা একটি রিং পরিয়েছি। তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

তিনি বলেন, “ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল কিন্তু তিনি এখনও শঙ্কামুক্ত নন। হার্টে একটা রিং পরানো হলেও তাকে আমরা শক্তামুক্ত অবস্থায় বলতে পারছি না। আগামী ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না।“

তিনি আরো বলেন, “ওবায়দুল কাদেরকে প্রথমে আইসিইউতে নেওয়া হয়। পরে রিংপরানো শেষে তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

এদিকে বিশ্ববদ্যালয়ের ভিসি কণক কান্তি বড়ুয়া বলেন, “ওনার অসংখ্য ভক্ত আছেন, উনি এতই জনপ্রিয় যে এখানে উনি এলেই রাজনৈতিক নেতাকর্মী হতে শুরু করে সকল শ্রেণির মানুষের ভিড় লেগে থাকে। কিন্তু এবার যেন সে ভিড় না থাকে সে অনুরোধ করছি। আমি নিজেও ওনার ওখানে গিয়ে ভিড় করব না। ওনার সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে যে কেউ হাসপাতালের পরিচালকদের সঙ্গে আলাপ করতে পারেন।”

এ সময় উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে বিদেশ নেওয়া হতে পারে কিনা সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে ভিসি বলেন,“না সেটা এখনই বলা যাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর বলা যাবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com