লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তি সিরাজ মিয়া (৭০) মারা গেছে।
শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
নিহত সিরাজ মিয়া উপজেলার সন্তোষপুর গ্রামের আজিজ মিয়ার পুত্র।
লাখাই থানার (ওসি) এমরান হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের নিহত সিরাজ মিয়ার পুত্র মাহবুবের সাথে খলায় ধান মাড়াইয়ের মেশিন রাখাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় একই গ্রামের ছুরুক মিয়ার। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিরাজ মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়।
শুক্রবার দুপুরে আহত সিরাজ মিয়ার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে সিলেট নেয়ার পথে মারা যায় সে।
ওসি আরো জানান, এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Leave a Reply