বিনোদন ডেস্কঃ অনেক জল্পনা, রটনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আংটি বদল করলেন জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাজের আনন্দপুরের ফ্ল্যাটে তাদের বাগদান সম্পন্ন হয়। রেজিস্ট্রিও হয় এদিন। বাওয়ালি রাজবাড়িতে বিয়ে হওয়ার কথা আগামী ১১মে।
বাগদানের সঙ্গে জোরকদমে চলছে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিও। কোথায় হবে, কী হবে সেই পরিকল্পনায় ব্যস্ত দুই পরিবার। ঘনিষ্ঠদের মতে, দু’জনের মধ্যে শুভশ্রীই বেশি উত্তেজিত। এনগেজমেন্টের আংটিও নিজেই পছন্দ করে কিনেছেন। বিয়ের পর রাজের পরিবারের সঙ্গেই থাকতে চান শুভশ্রী।
বাগদান অনুষ্ঠানে কাউকে সে ভাবে আমন্ত্রণ জানানো হয়নি। রুদ্রনীল ঘোষ, প্রযোজক শ্যামসুন্দর দে, নীল রায়… যাঁরা একান্তই রাজের ঘনিষ্ঠ বন্ধু, সে রকম কয়েক জন ছাড়া। অনুষ্ঠানপর্ব মিটে গেলে টুইট করে নিজেদের আংটিবদলের খবর জানান রাজ-শুভশ্রী।
Leave a Reply