মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বিজয় মিছিল করবে বিএনপি। আজ রবিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন থেকে এই মিছিল শুরু হওয়ার কথা। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন।
গতকাল শনিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজয় মিছিল সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে আহ্বান জানান তিনি।
এদিকে, গতকাল শনিবার বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করে আওয়ামী লীগ। শোভাযাত্রায় অংশ নিতে শনিবার দুপুরের একটু আগে থেকেই জাতীয় পতাকা, পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে হাজির হয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীনতা আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে উঠে চারিদিক।
শাহবাগ, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাব হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা।
Leave a Reply