বিনোদন ডেস্কঃ শাকিব খান। বাংলা সিনেমার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক। ২৮ মার্চ ছিল তার জন্মদিন। কিন্তু শুটিং থাকার কারণে জন্মদিন উদযাপনের ফুসরত পাননি শাকিব। এদিন তিনি আশিকুর রহমানের পরিচালনায় ‘সুপারহিরো’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। বন্দরনগরী চট্টগ্রামে সিনেমাটির শুটিং চলছে। তিনি আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিলেন এবারের জন্মদিন উপলক্ষে নতুন কিছু নিয়ে সবার সামনে আসবেন।
যেই কথা সেই কাজ। কথা রাখলেন এ নায়ক। ২৮ মার্চ বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন শাকিব। তারপর সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘সেই নতুন কিছুর’ আনুষ্ঠানিক ঘোষণা দেন। আর তা হলো ‘শাকিব খান অফিসিয়াল’ শিরোনামে তার ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক যাত্রা।
জনপ্রিয় এ নায়কের অফিশিয়াল ইউটিউব প্ল্যাটফর্মটি বঙ্গবিডি প্ল্যাটফর্ম থেকে চালু করা হয়েছে। এখন থেকে নায়কের এ অফিশিয়াল চ্যানেলে তার অভিনীত সিনেমাগুলোর গান, ট্রেলার, বিহাইন্ড দ্য সিনসহ চলচ্চিত্রের বিভিন্ন প্রচারমূলক ভিডিও কিংবা অডিও ক্লিপ প্রকাশ করা হবে।
অফিসিয়াল ইউটিউব চ্যানেল শুরু প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘যুগ বদলাচ্ছে, আনন্দ বিনোদনের ক্ষেত্রে সিনেমা হল ও টিভি চ্যানেলের পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে ইউটিউব। কিন্তু সঠিক উদ্যোগ ও পরিকল্পনার অভাবে আমাদের চলচ্চিত্রগুলো ডিজিটাল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সঠিক দিক নির্দেশনার অভাবে ডিজিটাল মাধ্যম থেকে উপার্জিত অর্থ ঘরে নিতে পারছেন না প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলী। অথচ ইউটিউব থেকে একজন শিল্পী বছরের পর বছর রয়্যালিটি পেতে পারেন। ইউটিউব উপার্জিত অর্থ দিতে পারে প্রযোজক পরিচালক শিল্পী ও কুশলীর পরিবারকে স্বচ্ছলতা।’
জনপ্রিয় এ নায়ক বলেন, ‘আজকের দিনটা যখন থেকে শুরু হয়েছে মানে গতকাল রাত ১২টার পর থেকে সবার এতো ভালোবাসা পাচ্ছি কিংবা পেয়েছি, কিংবা আজ যাদের জন্য আমি শাকিব খান হয়েছি তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। কারণ তারা যদি আমার সঙ্গে না থাকতেন তাহলে আমি আজ এই ভালোবাসাগুলো পেতাম না। এ ভালোবাসার কাছে আমি ঋণী ও কৃতজ্ঞ।’
শাকিব জানান এখন থেকে ‘শাকিব খান ফিল্মস’ থেকে নিয়মিত বিগ বাজেটের সিনেমা প্রযোজনা করা হবে। আর এর মধ্য দিয়ে এপার-ওপার বাংলাকে একটি প্ল্যাটফর্মে আনতে চান এ অভিনেতা।
শাকিব বলেন, ‘সিনেমাকে আরও বড় একটি প্ল্যাটফর্মে আনতে চাই। তাই সময়টাকে মাথায় রেখে কাজ করতে হবে। যেখানে আমি নিজে অভিনয় করব, নতুনদেরও সুযোগ করে দিতে চাই। নতুন নির্মাতা, পুরানো অনেক গুণী নির্মাতা রয়েছেন, যারা অনেক দিন কাজ করছেন না, কিন্তু অনেক মেধাবী নির্মাতা তাদেরকেও আনতে চাই। বাংলাদেশে এবং কলকাতার শিল্পী ও কলাকুশলীদের মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘সবাইকে সাথে নিয়ে সুন্দর এবং ভাল কাজ আমরা করতে চাই। যে যার জায়গা থেকে বাংলা সিনেমার উন্নতির জন্য সহযোগিতা করবেন। যারা কাজ করছে সে মানুষগুলোকে যাতে ডিস্টার্ব না করা হয়, সেদিকটা মাথায় রেখে সবাই সবাইকে সহযোগিতা করবেন। তাহলে আমাদের সিনেমা জাতীয়ভাবে যেভাবে সামনে এগোচ্ছে, আন্তর্জাতিকভাবে আরও দ্রুত ভালো জায়গায় পৌঁছাতে পারবে।’
শাকিব খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ইকবাল, কামাল কিবরিয়া লিপুসহ বঙ্গবিডির কর্মকর্তারা।
Leave a Reply