লোকালয় ডেস্কঃ ফিলিপাইন এয়ারলাইন্সের একটি বিমান যখন মাঝ আকাশে, তখন এর ভেতর কেঁদে চলেছে একটি শিশু। অনেক চেষ্টা করেও শিশুটিকে থামানো যাচ্ছে না। এ অবস্থা দেখে সামনে এগিয়ে আসেন প্যাট্রিশা অরগ্যানো (২৪) নামের এক বিমানবালা। শিশুটিকে কোলে তুলে নেন। পরে নিজের স্তন্যপান করিয়ে শিশুটিকে শান্ত করেন তিনি।
ইউএসএ টুডের এক প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ফেসবুকে সম্প্রতি ঘটে যাওয়া ওই ঘটনার একটি পোস্ট ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই ওই বিমানবালা সবার প্রশংসা পাচ্ছেন।মানবিকতার এক চরম দৃষ্টান্ত স্থাপন বলেও অনেকে বাহবা দিয়েছেন তাকে।
৬ নভেম্বর ফিলিপাইন এয়ারলাইন্সের ওই বিমান মাঝ আকাশে যাওয়ার পর নারী যাত্রীর শিশুর জন্য আনা বোতলের দুধ শেষ হয়ে যায়। এরপরই শুরু হয় শিশুটির কান্না। অবস্থা বুঝে সামনে এগিয়ে আসেন প্যাট্রিশা অরগ্যানো নামের ২৪ বছর বয়সী ওই বিমানবালা।
প্যাট্রিশা বুঝতে পেরেছিলেন, শিশুটির জন্য আনা দুধ শেষ হয়ে গেছে। তাই তার কান্না থামাতে নিজের স্তন্যপান করানোর সিদ্ধান্ত নেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে প্যাট্রিশার ওই পোস্টে লাইক পড়েছে এক লাখ ৭২ হাজারের বেশি। পোস্টটি শেয়ার হয়েছে ৩৫ হাজারের বেশি। আর মন্তব্য পড়েছে ৮ হাজারের বেশি।
Leave a Reply