সংবাদ শিরোনাম :
মৃত ডলফিনের সঙ্গেও সেলফি তোলার হিড়িক!

মৃত ডলফিনের সঙ্গেও সেলফি তোলার হিড়িক!

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান সময়ে ছবি তোলার অন্যতম ট্রেন্ড হলো সেলফি। সাধারণত মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার বিশেষ কৌশলকেই সেলফি বলা হয়। কিন্তু সেলফি ম্যানিয়া এমন পর্যায়ে গেছে যে, মৃত মানুষ-প্রাণী কিছুই বাদ যাচ্ছে না সেলফিখোরদের পাল্লা থেকে।

শুক্রবার ভারতে দিঘা সমুদ্র সৈকতে আবহাওয়ার বৈরিতায় চরে আটকে গেছে একটি ডলফিন। প্রকৃতির খামখেয়ালিপনায় প্রাণও হারায় ডলফিনটি। তবে দিঘার সৈকতে মৃত ডলফিনকে উচ্ছ্বসিত পর্যটকরা। ঘটনা যাই ঘটুক না কেন, মৃত ডলফিনের সঙ্গে সেলফি তোলার সুযোগ হারাতে চান না তারা।

মৃত ডলফিনের সঙ্গে সেলফি তোলার হিড়িকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এতে প্রাণীপ্রেমীরাসহ নেটিজেনরা বিরুপ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

নিউ দিঘার যাত্রানালার কাছে পড়ে থাকা ডলফিনটি প্রায় সাত ফুট লম্বা। ওজন প্রায় ১০০ কেজির বেশি। স্থানীয় দিঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুকি বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার সকালে যাত্রানালার কাছে মৃত ডলফিনটির খোঁজ পাওয়া যায়। এরপর ডলফিনটি উদ্ধারের জন্য বনদপ্তরের আধিকারিকদের খবর দেয়া হয়েছে। তারা বাকি কাজটুকু করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com