বিনোদন ডেস্কঃ ‘মিমের সঙ্গে এটা আমার প্রথম ছবি। ও যথেষ্ট ভালো অভিনেত্রী। বাংলাদেশে তো বেশ জনপ্রিয়। মিম এককথায় মিষ্টি মেয়ে।’ বললেন জিৎ, ভারতে বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক। মিম আর জিৎ এবার একসঙ্গে অভিনয় করেছেন ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিতে। ঈদ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি। ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত মিম আর জিৎ। প্রচারণার অংশ হিসেবে ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিমকে নিয়ে বলেছেন জিৎ।
‘সুলতান দ্য সেভিয়ার’ ছবির শুটিংয়ে মিমকে নানাভাবে খ্যাপাতেন জিৎ। মিমকে তিনি সুযোগ পেলেই জিজ্ঞেস করতেন, ‘মিম, তুমি প্রেম করো?’, ‘মিম, তোমার বয়ফ্রেন্ড আছে?’
এরই মধ্যে কলকাতায় তিনটি ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মিম—‘ব্ল্যাক’, ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য সেভিয়ার’। জিতের সঙ্গে মিমের পরিচয় হয়েছিল ঢাকায়। একটি ছবির শুটিং করতে জিৎ তখন বাংলাদেশে এসেছিলেন।
জিৎ জানিয়েছেন, ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিতে তাঁর চরিত্রে কয়েকটি স্তর আছে। একটা জিৎ ভালো। নাম রাজা দত্ত। ট্যাক্সি ড্রাইভার। অন্য জিৎ পুরোপুরি মাতাল। টাকা ছাড়া কিছুই বোঝে না। এই দুটি চরিত্রের মধ্যে একটি যোগসূত্র আছে। সেটাই ছবির গল্পের রহস্য। আর ছবিতে তাঁর ভিলেনের লুক দেখে নাকি তাঁর মেয়ে একটুও ভয় পায়নি। বললেন, ‘বাড়িতে শুধু আমার মেয়ে নয়, বাড়ির অন্য বাচ্চারা এখন আমাকে গুন্ডা বলে ডাকে।’
‘বচ্চন’ ছবিতে ‘টাটকা প্রিয়া মারি’র পর এবার ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিতে গান গেয়েছেন জিৎ। বললেন, ‘এই ছবির গানের সংগীত পরিচালনা করেছেন দুজন—শুদ্ধ আর স্যাভি। শুদ্ধ নাছোড়বান্দা। আমাকে দিয়ে প্লে-ব্যাক করাবেই। “টাটকা প্রিয়া মারি” গানটি হিট হয়েছিল। তাই এবারও রাজি হতে হলো।’
‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিতে কাজ করতে গিয়ে আহত হন জিৎ। বললেন, ‘ছবির একটি দৃশ্য করতে গিয়ে পড়ে যাই। থুতনি কেটে যায়। সাতটা সেলাই দিতে হয়েছে। আর বাসায় বসে থাকতে হয়েছে সাত দিন।’
জিৎ মনে করেন, ছোট পর্দার মাধ্যমে মানুষের কাছে দ্রুত পৌঁছানো যায়। বললেন, ‘যাঁরা আমাকে বড় পর্দায় কখনো দেখেননি, তাঁরাও আমাকে বাড়িতে বসে দেখেছেন। আমার সঞ্চালনা দেখে আমার ভক্ত হয়ে যান তাঁরা।’ এর আগে ‘বিগ বস’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন জিৎ। জানালেন, ছোট পর্দার ব্যাপারে তাঁর যথেষ্ট আগ্রহ আছে। সুযোগ পেলে আবারও যেতে চান ছোট পর্দায়।
Leave a Reply