সংবাদ শিরোনাম :
মালিতে শান্তিরক্ষীর বেশে হামলা, নিহত ১

মালিতে শান্তিরক্ষীর বেশে হামলা, নিহত ১

মালিতে শান্তিরক্ষীর বেশে হামলা, নিহত ১
মালিতে শান্তিরক্ষীর বেশে হামলা, নিহত ১

লোকালয় ডেস্কঃ মালিতে ফ্রান্সের সেনা ও জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে রকেট ও গাড়ি বোমা হামলায় এক সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

১৪ এপ্রিল, স্থানীয় সময় শনিবার টিম্বাকটু বিমানবন্দরের কাছে দুটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। শান্তিরক্ষীদের ব্যবহৃত নীল হেলমেট ও জাতিসংঘের লোগো সমৃদ্ধ গাড়ি ব্যবহার করে ছদ্মবেশে এই হামলা চালানো হয়।

বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘ মিশন তার শান্তিরক্ষীদের মধ্যে একজন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে। এ ছাড়াও ডজনের বেশি ফরাসি সেনা আহত হয়েছেন বলে মালির সরকারি সংস্থা জানিয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, আহত সেনাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী ও সরকারি বাহিনীর ওপর হামলা খুবই সাধারণ একটি ঘটনা।

২০১৩ সালের তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের পর থেকে মালিতে জাতিসংঘের মিশন নিয়োজিত হয়েছে। এই মিশনে ১১ হাজারের বেশি সেনা ও এক হাজার ৭৪১ জন পুলিশ রয়েছে। জাতিসংঘের সবচেয়ে বিপজ্জনক মিশনের মধ্যে এটি একটি।

মিশন শুরু হওয়ার পর থেকে শনিবারের এই বোমা হামলার আগ পর্যন্ত গত পাঁচ বছরে ১৬২ জন শান্তিরক্ষী নিহত হয়েছে। এর মধ্যে চলতি বছরেই সাতজন নিহত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com