সংবাদ শিরোনাম :
মাঠে নেইমার প্রতারণা ও মিথ্যের আশ্রয় নেয়: বস্ক

মাঠে নেইমার প্রতারণা ও মিথ্যের আশ্রয় নেয়: বস্ক

lokaloy24.com

লোকালয় ডেস্ক: বিশ্বের সেরা পাঁচ ফুটবলারের মধ্যে আছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। এতে কোন সন্দেহ থাকার কথা নয়। এটি মানেন স্পেনের কোচ দেল বস্ক। তবে নেইমারের প্রতি অভিযোগও তুললেন তিনি। মাঠে নেইমার প্রতারণা ও মিথ্যের আশ্রয় নেন বলে জানান বস্ক।

স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভোকে বস্ক বলেন, ‘অবশ্যই আমার দেখা সেরা পাঁচ ফুটবলারের মধ্যে থাকবে নেইমার। সে খুবই উঁচুমানের ফুটবলার। তবে মাঠে সে অনেক বেশি প্রতারণা ও মিথ্যের আশ্রয় নিয়ে থাকে। সাধারন কোন ফুটবলারের মধ্যে এমনটা দেখা যায় না। গত বিশ্বকাপেও সে মাঠে অনেক নেতিবাচক আচরণ করেছে। অল্পতে মাঠে পড়ে যান, হাল্কাতেই ফাউলের শিকার হয় সে।’

নেইমারের বিপক্ষে অভিযোগ তুললে, তার প্রশংসাও করেছেন বস্ক। তিনি বলেন, ‘আমার মনে করি, কোন খেলোয়াড়ের অনুসরণ করার জন্য নেইমার সেরা। তার পারফরমেন্স, নৈপুন্য অসাধারন। রেকর্ড বিবেচনা করলেও আমি বিশ্বাস করি সে অসাধারণ ফুটবলার।’

এদিকে চলমান করোনাভাইরাসে মাঠে খেলা শুরুর প্রয়োজন নেই বলে মনে করেন ২০০৮ থেকে ১০১৬ পর্যন্ত জাতীয় দলের কোচ থাকা বস্ক। তিনি বলেন, ‘এখন পুরো বিশ্বই বিপদে। খেলোয়াড়দের কথা ভেবে, মাঠে এখনই খেলা গড়ানোর কোন দরকার নেই। সবার আগে নিরাপত্তা। এজন্য যদি সময়ও লাগে, তাতে কোন সমস্যা দেখছি না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com