সংবাদ শিরোনাম :
ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল

ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল

ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল
ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল

লোকালয় ডেস্ক- দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবানসহ বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা আয়েশা খাতুন জানান, সকালে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লায় একইসময়ে ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

এদিকে প্যারিসভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি প্রথমে ভূমিকম্পটির খবর দিয়ে জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

তবে এই মাত্রাকে ৪ দশমিক ৮ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এটি মিজোরামের সাইহা জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। সাইহা রাঙামাটি জেলার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com