সংবাদ শিরোনাম :
ভাইরাল অডিও ক্লিপ! যা বললেন আমীর খসরু

ভাইরাল অডিও ক্লিপ! যা বললেন আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে জোরদার করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক অজ্ঞাত ছেলের ফোনে হওয়া কথোপকথনের অডিও ক্লিপ শনিবার ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়ে পড়েছে। যেখানে খসরু ওই ছেলেকে ২/৩শ জন নিয়ে আন্দোলনে যোগ দিতে বলেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন খসরু।

বিএনপির সিনিয়র নেতা খসরুর দাবি করেন, ‘অডিওটি মিথ্যা এবং বানোয়াট। শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যাহত করার জন্য এটা ছড়ানো হয়েছে।’

অডিও ক্লিপে শোনা যায়, নওমি নামে এক ছেলে খসরুকে ফোন দিয়ে আংকেল বলে সম্বোধন করে। বিএনপি নেতা ওই ছেলেকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যোগ দিয়েছে কিনা তা জানতে চান। কুমিল্লা থেকে কথা বলা ওই ছেলেকে বন্ধুবান্ধবসহ ২০০-৫০০ জনকে নিয়ে ঢাকায় এসে আন্দোলন জোরদার করার নির্দেশ দেন খসরু। সেই সাথে তিনি ওই ছেলেকে আন্দোলনের সমর্থনে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার নির্দেশ দিতে শোনা যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে খসরু বলেন, ‘এটা একটি বানোয়াট অডিও ক্লিপ এবং মিথ্যা প্রচারণা। সরকারি এজেন্সি শিক্ষার্থীদের আন্দোলন বিফল করতে আমার কণ্ঠ নকল করে এই অডিও বানিয়েছে।’

তিনি বলেন, ‘জনগণ সরকারের এই অশুভ কৌশল সম্পর্কে সচেতন আছেন। কারণ তারা অতীতে বিএনপি নেতাদের ওপর দায় চাপাতে তাদের কণ্ঠ নকল করে অনেক অডিও তৈরি করেছিল।’

বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সমর্থন জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার এখন নানা পরিকল্পনা করছে। কিন্তু তা ব্যর্থ হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com