সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত

লোকালয় ডেস্কঃ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়েছে। এতে বগিতে থাকা ডিজেল আশপাশে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে একটি লাইন দিয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের যোগাযোগ বন্ধ রয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একটি রেললাইনের ৩০০ থেকে সাড়ে ৩০০ ফুট সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনা তদন্তে ঢাকার রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (ঢাকা) রেজাউল হককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ও আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে রাত একটার দিকে পড়ে যাওয়া বগিগুলো রেখে বাকি ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মাহবুবুর রহমান বলেছেন, ক্ষয়ক্ষতির কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com