সংবাদ শিরোনাম :
বীরপ্রতীক কাঁকন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বীরপ্রতীক কাঁকন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বীরপ্রতীক কাঁকন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বীরপ্রতীক কাঁকন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বার্তা ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক কাঁকন বিবির মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২২ মার্চ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।

একাত্তরের অগ্নিকন্যা প্রায় ১০৩ বছর বয়সী কাঁকন বিবি ২১ মার্চ, বুধবার রাত ১১টা ৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে সোমবার সন্ধ্যায় তিনি নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ফুসফুস সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলামের অধীনে ভর্তি হন এবং আইসিইউতে ডা. সব্যসাচী রায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কাঁকন বিবি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিরাগাঁও গ্রামের বাসিন্দা।

কাঁকন বিবি ১৯৭১ সালে তিন মাস বয়সী মেয়ে সখিনাকে রেখে মুক্তিযুদ্ধে যান। প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষে গুপ্তচরের কাজ করলেও পরবর্তী সময়ে সম্মুখযুদ্ধে অংশ নেন তিনি। পাক বাহিনীর হাতে আটক হয়ে নির্যাতনের শিকারও হয়েছেন বীর এই যোদ্ধা। জীবন ফিরে পেয়ে অদম্য কাঁকন বিবি আবার অস্ত্র হাতে তুলে নেন। প্রায় ২০টি যুদ্ধে অংশ নেন সক্রিয়ভাবে। যদিও তার জীবনযুদ্ধ কখনো সহজ হয়নি।

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করেন। তিনি একমাত্র কন্যা সখিনা বিবিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com