সংবাদ শিরোনাম :
বিএনপি-জামায়াতকে ভোটকেন্দ্রের দখল নিতে দেওয়া হবে না : লিটন

বিএনপি-জামায়াতকে ভোটকেন্দ্রের দখল নিতে দেওয়া হবে না : লিটন

বিএনপি-জামায়াতকে ভোটকেন্দ্রের দখল নিতে দেওয়া হবে না: লিটন

অনলাইন ডেস্ক : রাজশাহী সিটির নির্বাচনের দিন সকাল ৬টায় নেতাকর্মীদের ভোটকেন্দ্রে থাকার অনুরোধ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘সকাল ৬টার মধ্যে ভোটকেন্দ্রে আসতে হবে। সকাল সকাল ভোটকেন্দ্রে আসতে না পারলে বিএনপি-জামায়াত ভোটকেন্দ্র দখল নিতে পারে। বিএনপি-জামায়াতের কাউকে ভোটকেন্দ্রের দখল নিতে দেওয়া হবে না।’

মঙ্গলবার (২৪ জুলাই) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

খায়রুজ্জামান লিটন বলেন, ‘৩০ জুলাই যুদ্ধের দিন। এ যুদ্ধ হবে স্বাধীনতা, উন্নয়ন ও অর্জনের প্রতীক নৌকার সঙ্গে জাতি ও উন্নয়নের শক্র ধানের শীষের। এদিন আমাদের জিততে হবে। এবার নৌকার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে মনে হচ্ছে, ৩০ জুলাই আমাদের পরাজিত হতে হবে না; বিজয় আসবে।’

 

ভোটারদের অনুরোধ করে ভোটকেন্দ্রে আনার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়ে লিটন বলেন, ‘ভোটাদের অনুরোধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। যারা ভাসমান ভোটার, তাদের ভোট যেন ধানের শীষে না যায়, সেটি খেয়াল রাখতে হবে।’

 

লিটন আরও বলেন, ‘রাজশাহীত এখন আর বিএনপি-জামায়াতের ঘাঁটি নেই। আমাদের ৩০০ কর্মী থেকে এখন ৩০ হাজার কর্মী হয়েছে। যতদিন আমরা জেগে থাকবো, ততদিন রাজশাহী আর বিএনপি-জামায়াতের ঘাঁটি হবে না।’

 

মতবিনিময় সভায় খুলনার নব-নির্বাচিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে আমাদের পরীক্ষা। আগামী ডিসেম্বর মাসে বড় পরীক্ষা সংসদ নির্বাচন। সেই নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে এমন কোনও শক্তি নাই, যেটা আমাদের হারাবে। আগামী ৩০ জুলাই নির্বাচনে খায়রুজ্জামান লিটন নির্বাচিত হলে তিনি তার নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করবেন। রাজশাহী হবে উন্নত ও সমৃদ্ধশালী শহর।’

 

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নিঘাত পারভীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন–  কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com