সংবাদ শিরোনাম :
বাহুবল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অসামাজিক কার্যকলাপের দায়ে ৩জন চাকরিচ্যুত

বাহুবল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অসামাজিক কার্যকলাপের দায়ে ৩জন চাকরিচ্যুত

বাহুবল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অসামাজিক কার্যকলাপের দায়ে ৩জন চাকরিচ্যুত
বাহুবল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অসামাজিক কার্যকলাপের দায়ে ৩জন চাকরিচ্যুত

জুবায়ের আহমেদ, বাহুবল হবিগঞ্জ : বাহুবল উপজেলার জাঙ্গালিয়া এলাকায় দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সুনামধন্য প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অসামাজিক কার্যকলাপের দায়ে ৩ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ৩১মে দুপুর প্রায় ২টার দিকে সেন্টারের এক্স-রে রুমে।
জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাসপাতাল এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ম্যানাজার মোছাঃ সোহেনা আক্তার-১৯ ও সেন্টারের এক্স-রে টেকনিশিয়ান সজিব আহমেদ-৩২ এর বিরুদ্ধে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুমে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে।এ ঘটনায় সেন্টার কর্তৃপক্ষ সাময়িক ভাবে সেন্টার বন্ধ ঘোষণা করেছেন এবং ৩ জনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন মালিক পক্ষ। বাহুবল হাসপাতাল এলাকায় এই সুনামধন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারে  পবিত্র রমজান মাসে এমন অসামাজিক কার্যকলাপের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেন্টারের সামনে অবস্থান নেন এলাকাবাসী। এসময় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও বাহুবল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহীন আহমেদ। এলাকাবাসীকে বলেন আপনারা এখন এথান থেকে সড়ে যান আমরা মালিক পক্ষ বসে ৩জনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছি সেন্টার সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ঈদের পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি এ কথা বলার পর এলাকাবাসী সেন্টারের সামন থেকে সড়ে যান।
এলাকাবাসী বলেন দীর্ঘদিন যাবত সজিব আহমেদ হাসপাতাল এলাকায় ছিল,সে ছোট থেকে এখানেই বড় হয়েছে তার বাবা ছিলেন বাহুবল হাসপাতালের বাবুর্চি।সজিবের গ্রামের বাড়ি উপজেলার রাসুরাত গ্রামে।তার বাবা হাসপাতালের বাবুর্চি হওয়ার সুবাদে সজিব উপজেলার ভাদেশ্বর গ্রামে বিয়ে করে বর্তমানে তার একটি সন্তান ও রয়েছে। একটি সূত্র জানিয়েছে প্রায় ২ থেকে ৩ মাস যাবৎ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ম্যানাজার হিসেবে নিয়োগ পায় সোহেনা আক্তার  তার বাড়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামে সোহেনার পিতা মৃত কদর আলী, সৎ ভাই লেচু মিয়া,মকসুদ মিয়া ও লায়েছ মিয়ার রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।বর্তমানে সোহেনা জাঙ্গালিয়া এলাকায় মাকে নিয়ে ভাড়া বাসায় থাকে তার নানার বাড়ী বাহুবল উপজেলার কসবাকরিপুর গ্রামে। বড়চর গ্রামবাসী জানান সোহেনা ছোট থেকে বড় হয়েছে আমিরিকা প্রবাসীর বাড়িতে তারাই সোহেনা ও তার মায়ের দেখাশোনা করতো। একটি সূত্র জানিয়েছে সোহেনা আক্তার দীর্ঘদিন যাবত একটি চাকরি খোঁজখবর নিচ্ছিলেন সে সুবাদে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে একজন ম্যানাজারের প্রয়োজন হওয়ায় সোহেনাকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি দেয়া হয়।প্রায় ২-৩মাস যাবৎ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত রয়েছেন। গত শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে এক সুযোগে এক্স-রে রুমে এক্স-রে টেকনিশিয়ান সজীবকে নিয়ে অন্তরঙ্গ মূহুর্তে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের লেব টেকনিশিয়ান হাফিজ ও সেন্টারের আয়ার হাতে তারা ধরা পড়ে। পবিত্র রমজান মাসে হাসপাতাল এলাকায় এমন অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী সেন্টারের সামনে অবস্থান নেন। এসময় সেন্টার কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে ঈদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বল্লে সেন্টারের সামনে অবস্থান নেয়া এলাকাবাসী ঘটনাস্থল ত্যাগ করেন।এ ঘটনায় বাহুবল ও হাসপাতাল এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com