সংবাদ শিরোনাম :
বাহুবলে প্রাধিকারের “সেইভ দে ফ্রগস ডে” পালন

বাহুবলে প্রাধিকারের “সেইভ দে ফ্রগস ডে” পালন

বাহুবলে প্রাধিকারের “সেইভ দে ফ্রগস ডে” পালন
বাহুবলে প্রাধিকারের “সেইভ দে ফ্রগস ডে” পালন

বাহুবল প্রতিনিধিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একঝাক তরুণদের সংগঠন “প্রাধিকার”-এর উদ্যোগে বাহুবলে “১০ম সেইভ দে ফ্রগস ডে” পালন করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনটির আয়োজনে উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজ সভাকক্ষে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রাথিকার-এর সভাপতি বিনায়েক শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিরাত আল-মামুনের উপস্থাপনায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবু রহমান, সহকারি প্রধান শিক্ষক জামাল আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, ফজলুর রহমান ফজল, মোঃ আলা উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মোঃ আনিসুর রহমান ও কোয়েল রা চৌধুরী এবং প্রাধিকার সম্পর্কিত উপস্থাপনা করেন আহমেদ রাকি ও আরিফ রাফসান। পরে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সবশেষে অতিথি, শিক্ষার্থী ও প্রাধিকারের সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালী শুরু হয়ে ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ঘুরে আবার কলেজে এসে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com