সংবাদ শিরোনাম :
পাওয়া গেল ১০০০ বছরের অক্ষত পবিত্র আল-কোরআন

পাওয়া গেল ১০০০ বছরের অক্ষত পবিত্র আল-কোরআন

পাওয়া গেল ১০০০ বছরের অক্ষত পবিত্র আল-কোরআন
পাওয়া গেল ১০০০ বছরের অক্ষত পবিত্র আল-কোরআন

ইসলাম ডেস্ক- পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। কুরআন শব্দের অর্থ: পাঠ করা, যা পাঠ করা হয়। আর পরিভাষায়-আল্লাহ তা’আলা জিবরাঈল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ ২৩ বছরে মানব জাতির হেদায়াত হিসাবে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব অবতীর্ণ করেছেন তারনাম আল-কুরআন।

এটি অবতীর্ণ হয়েছে বিশ্বমানবতার মুক্তি, সৎ আর সত্যের পথ দেখানোর জন্য। অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকাময় জাহেলি সমাজে কোরআন এনেছিল আলোকময় সোনালি সকাল। কুরআন আল্লাহ্‌র বাণী। সৃষ্টিকূলের ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীরওপর কুরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়।

উত্তর পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার প্রসিদ্ধ শহর খেনচেলাহে এক বাসিন্দার কাছে রক্ষিত আছে হাজার বছরের পুরোনো পবিত্র কুরআনুল কারিমের একটি পাণ্ডুলিপি। এ পাণ্ডুলিপিটি পপিরাস নামক এক ধরনের কাগজে লিখিত। যা হাজার বছরেও ক্ষতিগ্রস্ত হয়নি।

সম্প্রতি আলজেরিয়ার খেনচেলাহ শহরের নিকটবর্তী আল-জাভিয়া অঞ্চলে ‘নূর’ নামক এক ফেস্টিবালে কুরআনের এ পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের দেখানোর জন্য প্রদর্শন করা হয়।

পপিরাস কাগজে লিখিত পাচীন এ পাণ্ডুলিপি স্থানীয় এক ব্যক্তির তত্ত্বাবধানে রয়েছে। যা তিনি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছেন।

প্রদর্শনী শেষে পপিরাস কাগজে লিখিত হাজার বছরের পুরনো এই আল কোরআন ওই ব্যক্তির তত্ত্বাবধানেই থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com