সংবাদ শিরোনাম :
নিরপরাধ ও শারীরিকভাবে অচল কারাবন্দীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিরপরাধ ও শারীরিকভাবে অচল কারাবন্দীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিরপরাধ ও শারীরিকভাবে অচল কারাবন্দীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
নিরপরাধ ও শারীরিকভাবে অচল কারাবন্দীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ষ্টাফ রিপোর্টার- সম্প্রতি নিরপরাধ হয়েও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত এক মামলায় জাহালম নামের এক যুবকের তিন বছর কারাবাসের পর জামিনে মুক্তির ঘটনাটি গণমাধ্যমের কল্যানে সারাদেশের সর্বস্তরের মানুষের কাছে পৌছে কোটি মানুষের হৃদয়কে ব্যাপকভাবে নাড়া দেয়ার পাশাপাশি দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ ও নড়েচড়ে বসতে বাধ্য করেছে।

জাহালমের মত নিরাপরাধ হয়ে বিনা বিচারে কারাবাসরত কিংবা শারীরিকভাবে অক্ষম ও বয়স্ক কারাবন্দীদের মুক্তি দেয়ার ব্যপারে বিশেষ বিবেচনার জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সার্বিক শৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয়ে সভা শেষে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

‘বিনা বিচারে দেশের কারাগারে কত মানুষ আছে’ সেই বিষয়ে তদন্ত করবেন কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র্রমন্ত্রী বলেন, ‘ এ ধরনের কোনো ভুক্তভোগী কারাগারে আছে কিনা; তা যাচাই করতে ও তাদের চিহ্নিত করতে দেশের কারাগার গুলোতে একটি সংস্থা সবসময়ই কাজ করে। তা অব্যাহত আছে এবং চলবে।’

যে সকল কারাবন্দী কারাগারে বয়স্কজনিত কারনে অচল হয়ে গেছে, দীর্ঘদিন জেলখানায় থেকে শারীরিক ভাবে অচল হয়ে গেছে তাদেরকে বিশেষ ছাড় দিয়ে মুক্তির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এদেরকে চিহ্নিত করে বিশেষ ভাবে মুক্তি দেয়া যায় কিনা সেই ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি।’

নিরপরাধ কেউ বিনা বিচারে আটকে থাকবে সেটা আমাদের কাম্য নয় দাবি করে আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, জাহালমের ৩ বছর কারাবাসের যে ঘটনাটি ঘটল, সেই ঘটনায় কে বা করা দায়ী সেটা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এজন্য দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে;যা কিনা ভবিষ্যতে এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com