খেলাধুলা ডেস্কঃ অল-রাউন্ডারদের কতকিছুই তো করতে হয় তাই না? বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটের পাশাপাশি বইটইও লিখেন ইদানিং। ভারতের তরুণ পেস-বোলিং অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও কিন্তু কম যান না। তিনি রীতিমত গান গেয়ে ফেললেন!
হ্যাঁ, নিজের প্রথম গানের রেকর্ডিং করিয়েছেন এই ক্রিকেট তারকা। একটি ডাইনিং কম্পানির জন্য নাকি ছোট্ট এই গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই সেনসেশন। গতমাসের শেষদিকে এই রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
হার্দিক গণমাধ্যমের কাছে বলেছেন, ‘গানটি গেয়ে আমি খুবই এক্সাইটেড। এই মুহুর্তে আমি একটি অ্যালবামের কাজ করছি। ক্রিকেটের পাশাপাশি গান গাওয়াটা আমার প্যাশন।’
হার্দিকের রেকর্ডিংয়ের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকে হার্দিকের প্রথম অ্যালবাম রিলিজ হতে পারে। এটা সত্যি হলে, সাবেক অজি গতি তারকা ব্রেট লির পর আরও এক গায়ক ক্রিকেটার পেতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব।
Leave a Reply