সংবাদ শিরোনাম :
না বুঝে চেইন টানায় বিকল হচ্ছে ট্রেন!

না বুঝে চেইন টানায় বিকল হচ্ছে ট্রেন!

না বুঝে চেইন টানায় বিকল হচ্ছে ট্রেন!
না বুঝে চেইন টানায় বিকল হচ্ছে ট্রেন!

লোকালয় ডেস্কঃ ট্রেনের ছাদ কিংবা ইঞ্জিনে যাত্রী ওঠা দণ্ডনীয় অপরাধ। কিন্তু প্রয়োজন যে কোনো বাধা মানে না, তার জলজ্যান্ত উদাহরণ ট্রেনে ঈদযাত্রা। দেশের বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো ট্রেনেই তিল ধারণের ঠাঁই নেই। মনে হচ্ছে পুরো ট্রেনই মুড়ে দেওয়া হয়েছে মানুষে।

এ অবস্থায় বিপুল এ যাত্রীর বোঝা টানতে হিমশিম খাচ্ছে ইঞ্জিন। এতো ভিড়ে ট্রেনের ভেতরে যখন জায়গা নেই, তখন সিটের ফাঁকে বগির দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ভ্রমণ করছেন যাত্রীরা। যাদের অনেকেই টেনে ধরছেন চেইন। যা জরুরিভিত্তিতে ট্রেন থামাতে ব্যবহার করা হয়। অথযা এই চেইন টেনে গাড়ি থামালে ২শ টাকা জরিমানা করারও বিধান রয়েছে।

যাত্রী হয়তো জানেন না বা অসাবধানতায় টান ফেলছেন চেইনে। আর যাত্রীদের এই অজ্ঞাতসার বোকামিতে প্রায়ই থেমে যাচ্ছে ট্রেন। ঈদযাত্রায় প্রায়ই ঘটছে এমন ঘটনা।

শুক্রবার (১৫ জুন) বিমানবন্দর স্টেশনে এমন ঘটনা ঘটলো পারাবত এক্সপ্রেসে। কমলাপুর থেকে ১৪ বগির সিলেটগামী যাত্রীবোঝাই ট্রেনটি ঠিক সময়েই ছেড়ে আসে। সকাল ৭টা ৫ মিনিটে বিমানবন্দর স্টেশনে ঢোকে। কিন্তু মিনিট পাঁচেক পরে চালক বারবার চেষ্টা করেও ছুটতে পারছিলেন না। পরে উদঘাটন করলেন এসিপি সিস্টেমে ঝামেলা হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমেই বগির ভেতরে থাকা চেইন টেনে ট্রেন থামানো হয়। চেইনে টান পড়লেই ইঞ্জিনে বাতাসের চাপ কমে যায়, ফলে গাড়ি এগোতে পারে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com