সংবাদ শিরোনাম :
নাম ভাঙিয়ে কেউ কিছু করতে চাইলে আমাকে জানাবেন: মাশরাফি

নাম ভাঙিয়ে কেউ কিছু করতে চাইলে আমাকে জানাবেন: মাশরাফি

নাম ভাঙিয়ে কেউ কিছু করতে চাইলে আমাকে জানাবেন: মাশরাফি
নাম ভাঙিয়ে কেউ কিছু করতে চাইলে আমাকে জানাবেন: মাশরাফি

নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আমার বা পরিবারের কারও কথা বলে যদি কোনো ব্যক্তি সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় বা, কোনো বিষয়ে হয়রানি করে কিংবা আমার নাম ভাঙিয়ে কেউ যদি কিছু করতে চায়, তাহলে আপনারা সরাসরি আমাকে জানাবেন।’

‘অনেকেই আমার পরিচয় দিয়ে বা আমার নাম ভাঙানোর চেষ্টা করতে পারে। আপনারা এমন কোনো ইঙ্গিত পেলে আমাকে জানাবেন। সেটা আমার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যেই হোক না কেন।’

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মাশরাফি এ কথা বলেন।

এ সংসদ সদস্য বলেন, ‘নড়াইলকে মডেল জেলা হিসাবে তৈরি করতে আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি সেটা আমাকে বলবেন। আমাদের যেসব সমস্যা আছে সেগুলো দূর করার জন্য আমি আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি, কী হলে নড়াইলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটা আমাকে জানাবেন।’

নড়াইলের বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা নড়াইলে কাজ করছেন। আপনাদের সমস্যা, চিন্তা ভাবনা, চাওয়া-পাওয়া সম্পর্কে আমার জানা দরকার। আর এজন্যই আপনাদের সঙ্গে কথা বলার দরকার ছিল। আজ সেই সুযোগটা হয়েছে। আমি আপনাদের সবার কথা শুনতে চাই। প্রত্যেক সেক্টরের সমস্যাগুলো চিহ্ন করে তা সমাধান করে আমি নড়াইলকে মডেল জেলা হিসাবে তৈরি করতে চাই।‘

‘কিছু সমস্যা আছে সেগুলো আমি নিজে জানি। আমার কানে অনেক সমস্যার কথা এসেছে। একটি জেলাকে মডেল জেলা করতে সবার সহযোগিতা দরকার। আমার-আপনার সবার সহযোগিতায় এ জেলাকে মডেল করা সম্ভাব।’

সভায় মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘অবহেলিত নড়াইলের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন সড়কের মেরামত ও উন্নয়ন, নদী ভাঙন রোধ, ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে ক্রীড়ামুখী করা, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনা, শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ সার্বিক উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাবো। এসব উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের জন্য আমি প্রশাসন, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চাই।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সহ-সভাপতি সুলতান মাহমুদসহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com