সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে বউ-শাশুড়ী হত্যাকান্ডে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে

নবীগঞ্জে বউ-শাশুড়ী হত্যাকান্ডে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে

নবীগঞ্জে বউ-শাশুড়ী হত্যাকান্ডে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে
নবীগঞ্জে বউ-শাশুড়ী হত্যাকান্ডে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে বউ-শাশুড়ি হত্যাকাণ্ডে তিনদিন ব্যাপী ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে হত্যা সংশ্লিষ্টতায় সাদুল্লাপুর গ্রামের বখাটে শুভ রহমান ও আবু তালেবকে দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ।
বুধবার (১৬ মে) বিকেলে তাদের গ্রেফতার দেখানো হয় । গত রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশ সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী ফুরুক মিয়ার বাড়ির কাজের ছেলে আবু তালেব, প্রতিবেশী ক্বারী আব্দুস ছালাম, তার ছেলে সহিদুর রহমান, একই গ্রামের শুভ রহমান ও রিপন সুত্রধরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটককৃতদের মধ্যে ক্বারী আব্দুস ছালাম, তার ছেলে সহিদুর রহমান, একই গ্রামের রিপন সুত্রধরকে চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
এছাড়াও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় সাদুল্লাপুর গ্রামের বখাটে শুভ রহমান ও আবু তালেবকে গ্রেফতার দেখানো হয়েছে ।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম আতাউর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
উল্লেখ্য, গত রবিবার রাত  অনুমান ১১টায় সাদুল্লাহ্ পুর গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী মালা বেগম(৫০) ও তার পুত্রবধূ রুমি বেগম(২১) নিজ বাড়ীতে দূর্বৃত্তদের হাতে নির্মম ভাবে খুন হন।
এ ঘটনায় নবীগঞ্জ উপজেলার পাশাপাশি দেশ বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়। ঘটনার মুটিভ উদঘাটনে আইনশৃংঙখলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com