লোকালয় ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নবীগঞ্জ উপজেলার ৬ জন। তাদের সবাই তরুণ এবং এদের ৫ জনই ফিরেছেন নারায়নগঞ্জ থেকে।
গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল জানান, আক্রান্তদের সকলেই তরুণ বয়সী। তারা নারায়নগঞ্জে গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। নবীগঞ্জে ফিরলে এদের নমুনা সংগ্রহ করা হয়।
তিনি জানান, নবীগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ১৭৪ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়। রিপোর্ট এসেছে ৩৪ জনের। যাদের মধ্যে আক্রান্ত ৬ জন। সকলকেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন বাউসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মী। এছাড়া বাকীরা হলেন, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের ৩ জন, জগন্নাথপুর গ্রামের ১ জন ও করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের ১ জন। গত ২৬ এপ্রিল রাতে তারা নবীগঞ্জে আসেন।
Leave a Reply