সংবাদ শিরোনাম :
নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারের বেহাল দশা, কাদার জন্য ক্রেতা শূন্য

নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারের বেহাল দশা, কাদার জন্য ক্রেতা শূন্য

নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারের বেহাল দশা, কাদার জন্য ক্রেতা শূন্য
নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারের বেহাল দশা, কাদার জন্য ক্রেতা শূন্য

ফরিদ শিকদারঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার প্রবাসী অধ্যুষিত হিসেবে পরিচিত প্রায় ১০টি গ্রাম নিয়ে কাজিগঞ্জ বাজারটি নবীগঞ্জ উপজেলার ১০ কিঃ মিঃ উত্তরে বিবিয়ানা নদীর তীরে অবস্থিত। উক্ত বাজারে পার্শবর্তী জগন্নাথপুর উপজেলার কয়েকটি গ্রাম সহ একমাত্র কেনাকাটা করার হাট হচ্ছে এই কাজির বাজার।

প্রতিবছর সরকার ইজারার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করেন এই বাজার থেকে। অথচ ড্রেনের ময়লা আর পচাঁ কাদামাটির মধ্যে প্রতিদিন হাট বসতে হয়। বিশেষ করে এই বর্ষা মৌসুমে সদাইপাতি নিয়ে কাদার মধ্যে বসে ক্রেতা হাকাতে হচ্ছে ব্যবসায়ীদের। তারপরও ক্রেতা খোজে পাওয়া হয়েছে কষ্টকর ব্যাপার। দশ গ্রামের নিত্য দিনের সদাই ক্রয় করার জন্য লোকজন হাটে গেলেও ময়লা কাদার জন্য বাজারের গলিতে নামতে অনিচ্ছুক থাকায় বিক্রয় করতে পারছেনা ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ অন্য বছরের চাইতে এই বছর বাজারের জমা বেশি আদায় করা হচ্ছে তারপরও বাজারের হাটের উপযোগী করা হচ্ছেনা। এলাকার ক্রেতাদের দাবী ময়লা কাদার জন্য মাছ তরকারী সহ যাবতীয় জিনিষ পার্শবর্তী বাজার থেকে ক্রয় করে আনতে হচ্ছে।

এলাকার ক্রেতা ও বিক্রেতার কর্তৃপক্ষের কাছে আবেদন অচিরেই যদি বাজারের গলির সংস্কার করা না হয় তাহলে বাজারে সুনাম এবং ঐতিহ্য বিনষ্ট হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com