সংবাদ শিরোনাম :
নন পলিটিক্যাল মাদকবিরোধী অভিযান চাই, ক্রসফায়ার নয়: ফখরুল

নন পলিটিক্যাল মাদকবিরোধী অভিযান চাই, ক্রসফায়ার নয়: ফখরুল

নন পলিটিক্যাল মাদকবিরোধী অভিযান চাই, ক্রসফায়ার নয়: ফখরুল
নন পলিটিক্যাল মাদকবিরোধী অভিযান চাই, ক্রসফায়ার নয়: ফখরুল

লোকালয় ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মাদকবিরোধী অভিযান চায়, তবে সেটা নন পলিটিক্যাল হতে হবে। ক্রসফায়ার নয় বরং অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে।

এরই মধ্যে দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৩ মে) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সরকার গোলকধাঁধার মধ্যে ফেলেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গাজীপুরের পুলিশ সুপার আওয়ামী লীগের লোক বলে চিহ্নিত। তাকে রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। তাকে মিথ্যা, সাজানো মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। সরকার তাকে জামিন দিতেও গড়িমসি করছে।

এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র নেই। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে চলেছে।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com