তথ্য প্রযুক্তি ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার দৌলতে ফ্যানেদের সঙ্গে ভক্তদের যোগাযোগ এখন আগের চেয়ে অেক বেশি। ট্যুইটার বা ফেসবুকের থেকেও সকলের বিশেষ পছন্দ ইন্সটাগ্রাম। কখন কোথায় যাচ্ছেন, কী করছেন সময়ে সময়ে সবকিছুর আপডেট দিতে তারা ভোলেন না। ইন্সটাগ্রামে একএকজনের ফলোয়ারের সংখ্যা দেখলে চোখ কপালে উঠবে। দেখে নিন বিশ্বের এই সেরা ১০ তারকাকে, এই মুহূর্তে যাদের ইন্সটাগ্রাম ফলোয়ার সবচেয়ে বেশি।
লিওনেল মেসি: এই মুহূর্তে বিশ্বের নজর রয়েছে মেসির ইন্সটাগ্রামের দিকে। ইন্সটাগ্রামের ফলোয়ারের নিরিখে মেসি প্রথম।
টেলর স্যুইফ্ট: ২৯ বছরের এই আমেরিকান গায়িকার ফ্য়ান ফলোইং দারুণ। বিশ্বের মধ্যে এই গায়িকার স্থান বেশ উপরেই।
বিয়ন্সে: আলাদা করে বিয়ন্সের বিষয়ে বলবার কিছুই নেই। এই গায়ক-গীতিকারের ফলোয়ার ১২৭ মিলিয়ান।
কেলি জেনর: এই রিয়্যালিটি টিভি শোয়ের স্টারের ইন্সটাগ্রাম ফলোয়ার ১৩৩ মিলিয়ন। বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট এই মেয়েই এখন কোটিপতি।
কিম কার্দেশিয়ন: কে এই কিম তা কি আর বলার প্রয়োজন আছে? নগ্ন ছবি শেয়ার করেই তিনি হিট।
ডয়েন জনসন: দ্যা রক ডয়েন জনসনের ফ্যান তো আপনি? ফলোয়ার কত জানেন? প্লিজ ইন্সটাগ্রামে চোখ বুলিয়ে নিন।
সেলেনা গোমেজ: বয়স মাত্র ২৬। কিন্তু এই গায়িকার ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা জানেন?
আরিয়ানা গ্রান্দে: ২৫ বছরের এই তারকা ট্যালেন্টেই মাত। প্লিজ ইন্সটাগ্রাম দেখুন।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: পর্তুগিজ এই ফুটবলারের প্রোফাইলের দিকে একটিবার দেখুন। ব্যাস আর কিছু বলতে হবে না।
Leave a Reply