সংবাদ শিরোনাম :
দু’দিন চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রীকে পাননি মেয়র আতিক!

দু’দিন চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রীকে পাননি মেয়র আতিক!

দু’দিন চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রীকে পাননি মেয়র আতিক!
দু’দিন চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রীকে পাননি মেয়র আতিক!

ঢাকা- এডিস মশার লার্ভা নিধনে অভিযানে যাওয়া ঢাকা উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালতকে স্বাস্থ্যমন্ত্রীর বাসায় ঢুকতে না দেওয়ায় সমালোচনা করেছেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘মশক নিধন কার্যক্রমে আমরা আশা করব সবাই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। কিন্তু গতকাল স্বাস্থ্যমন্ত্রীর বাসায় মশক নিধন টিমের ঢুকতে না পারা অত্যন্ত দুঃখজনক।’

বুধবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মেয়র আতিকুল। এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) গুলশানে মশক নিধন অভিযানে ডিএনসিসির কর্মকর্তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা কিন্তু সবাই সমান, সবাই নাগরিক। আমরা তো আবাসিক বাড়িগুলোতে প্রথমবার গিয়েই ফাইন করছি না। নির্মাণাধীন ভবনে বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করছি। আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গতকাল যোগাযোগের চেষ্টা করেছি, আজও করেছি। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমরা সবাই সচেতন না হলে এ পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। ডিএনসিসির সব ওয়ার্ডেই আমাদের চিরুনি অভিযান চলছে, যা অব্যাহত থাকবে। এখন শুধু দরকার সচেতনতা, তাহলেই ডেঙ্গু পরিস্থিতি অনেকাংশেই কমে আসবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com