সংবাদ শিরোনাম :
‘তালিকা দিন, প্রমাণ করুন ছাত্রলীগের কারা কারা জড়িত?’

‘তালিকা দিন, প্রমাণ করুন ছাত্রলীগের কারা কারা জড়িত?’

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে গতকাল দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আলোকচিত্রী গুরুতর আহত হন। আহতের দাবি ছাত্রলীগের মিছিল থেকেই তাদের ওপর আক্রমণ চালানো হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হামলাকারীরা ছাত্রলীগের হলে তালিকাসহ প্রমাণ দিন।

সোমবার বিকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের আক্রমণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রমাণ দিতে বলেন। কাদের বলেন, ‘আপনারা বলছেন, ছাত্রলীগ হামলা করেছে। আমাকে তালিকা দিন, প্রমাণ করুন ছাত্রলীগের কারা কারা জড়িত?’

গতকাল রোববার দুপুরে ধানমণ্ডির ২ নম্বর সড়কে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় কর্তব্যরত সাংবাদিকদের উপর চড়াও হয় হেলমেট পরা এক দল যুবক। তারা কিরিচ, রড, রামদা হাতে ধরে ধরে ফটো সাংবাদিকদের বেধড়ক পেটায়।’

অনুপ্রবেশকারীরা হামলা চালিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলনে অনুপ্রবেশ ঘটেছে। তারাই এ ধরনের হামলায় জড়িত থাকতে পারে।’ এসময় তিনি একটি ছবি দেখিয়ে বলেন, ‘গতকালের আন্দোলন সাধারণ ছাত্রছাত্রীদের ছিল না। আমীর খসরু মাহমুদ চৌধুরীর আহ্বানে বিএনপি-জামায়াতের ক্যাডাররা ঢাকায় এসে আন্দোলন করেছে।’

তিনি বলেন, ‘শিবির-ছাত্রদলের ক্যাডাররা অস্ত্রসহ শাহবাগ থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত পরে সায়েন্স ল্যাব থেকে বিজিবি গেট পর্যন্ত আওয়ামী লীগ কার্যালয়ে হামলার টার্গেট করে এসেছিল। আমি বিশ্বাস করি না সাধারণ শিক্ষার্থীরা অস্ত্র নিয়ে রাস্তায় নামতে পারে। তাদের আওয়ামী লীগের অফিসে হামলার এজেন্ডা থাকতে পারে না।’

বিএনপিকে দোষ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই মুহূর্তে কোনো আন্দোলন নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরীর উস্কানিতে আন্দোলনে যে অন্যের অনুপ্রবেশ ঘটেছে এটা দিবালোকের মতো সত্য।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরীসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com