সংবাদ শিরোনাম :
ঢাকায় ২ ঘন্টার বৃষ্টিতে ৪০ ফুট উপরে ফ্লাইওভারেও হাঁটু জল!

ঢাকায় ২ ঘন্টার বৃষ্টিতে ৪০ ফুট উপরে ফ্লাইওভারেও হাঁটু জল!

ঢাকায় ২ ঘন্টার বৃষ্টিতে ৪০ ফুট উপরে ফ্লাইওভারেও হাঁটু জল!
ঢাকায় ২ ঘন্টার বৃষ্টিতে ৪০ ফুট উপরে ফ্লাইওভারেও হাঁটু জল!

লোকালয় ডেস্কঃ প্রথমে দেখে মনে হতে পারে চোখের ভুল। পরে সত্যি মনে হলেও মাথায় আসবে হয়তোবা এটা কোন নদীবাহিত এলাকা। তা না হলে থৈ থৈ পানি চোখের সামনে? কিন্তু এটা কোন নদী এলাকার দৃশ্য নয়। এটি রাজধানী ঢাকার দৃশ্য। এখন রাজধানীর মহাসড়কেও দাপিয়ে বেড়ায় হাতে-গোণা নৌকা।

মাত্র দু’ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর বেশকিছু সড়ক নদীর রূপ ধারণ করেছিল বৃহস্পতিবার। বৃষ্টির পানিতে বেগম রোকেয়া সরণিতে নৌকায় লোক পারাপার করতেও দেখা যায়।

জলজট কিংবা জলাবদ্ধতা ঢাকার রাস্তায় নতুন কিছু নয়। তাই বলে মাটি থেকে ৪০ ফুট উপরের ফ্লাইওভারেও একহাঁটু জল! গল্পের গরু মগডালে ওঠে বটে মাঝেমধ্যে; কিন্তু সোয়া এক হাজার কোটি টাকায় বানানো ফ্লাইওভারে জলজট হবে, তা কে ভাবতে পারেন? ভাবনার সীমানায় না থাকলেও বৃহস্পতিবার বৃষ্টির পর সত্যিই একহাঁটু জল জমেছিল রাজধানীর মগবাজার ফ্লাইওভারে!

সকালের মাঝারি বৃষ্টিপাতেই এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকায় দুপুর পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। তবে ওই স্বাভাবিক বৃষ্টিপাতে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। এতে কয়েকদিনের গরমের ভোগান্তি কমে নগর জীবনে স্বস্তি ফিরে এসেছে।

আজ শুক্রবার তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com